ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সোনাডাঙ্গা খ্রিষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লি:-এর নির্বাচন

সোনাডাঙ্গা খ্রিষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লি:-এর নির্বাচন

0
400

সোনাডাঙ্গা খ্রিষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লি:-এর তৃতীয় বারের মতো ত্রি-বার্ষিক ভোটগ্রহণ সপন্ন হয়েছে।

১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরপর তিন বারের মতো কমিটির সভাপতি পদে বহাল থাকছেন পল রড্রিক্স। ১৫৫ ভোট পেয়ে জয়ী হন তিনি। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী রবার্ট রানা সরদার পেয়েছেন ৫৪ ভোট।

এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ২০৯ টি। নিয়ম অনুযায়ী সমিতির বিভিন্ন পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। কিন্তু সভাপতি পদ বাদে পুরোন কমিটির অন্য পদসহ শূন্য পদে প্রতিদ্বন্দী না থাকায় সহ-সভাপতি, সম্পাদক ও অনান্য পদে বিনা প্রতিদ¦ন্দীতায় জয় পায় প্রার্থীরা। শুধু সভাপতি পদে দুইজন প্রার্থী থাকায় এই একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার সমবায় কর্মকর্তা নিহার রঞ্জন ভোট শেষে বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। ৭০ শতাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করেছে।

প্রথমবার অংশগ্রহণ করা তরুন প্রার্থী রানা বলেন, আমরা লভ্যাংশ খুব সীমিত পেতাম গতবার মাত্র ২০ পয়সা শতাংশ হারে লভ্যাংশ পেয়েছে সদস্যরা। চেয়েছিলাম বহুমূখী উদ্দ্যোগ গ্রহণ করে সমিতিকে ভাল অবস্থানে নিয়ে যাবার। টাকা অলস ফেলে রাখলে তো উন্নয়ন সম্ভব নয়। আমরা অন্য অনেক ছোট সমিতি থেকে শিখতে পারি যারা সফল। আশা করি এবার এরা ভালো কিছু করবে এবং জনগণের বিশ^াসের প্রতিদান দেবে। শুধু লোন দিয়ে সুদ গ্রহণ সমিতির লক্ষ্য হতে পারে না।

পরপর তিন বার সভাপতি হিসাবে সমিতির উন্নয়নে কি করবে এই কমিটি এ প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি রড্রিক্স বলেন, ‘এখন কেবল নির্বাচিত হয়েছি তাই সবকিছু এখনি বলা সম্ভব নয়। তবে খ্রিষ্টিয়ান গৃহহীন অনেক ভাইবোন আছে, তাদের জন্য আবাসনের কোনো প্রকল্প হাতে নেবার চেষ্ঠা করব। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য ছোট কোনো ব্যবসার পরিকল্পনা আছে। সদস্য বৃদ্ধির জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খুব ভালো নির্বাচন হয়েছে। প্রতিপক্ষ রানা ও তার পরিবার নির্বাচনের পর আমাকে শুভেচ্ছা জানিয়েছে। যেকোন কাজে তাকে পাশে পাবো আশা করি।

উল্লেখ্য, ২০১২ সালে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সমিতিতে বর্তমান মূলধন ২০ লক্ষাধিক টাকা। আগামী তিন বছরের জন্য নির্বাচিত কমিটির ৬ জন সদস্য হলেন, পল রড্রিক্স (সভাপতি), ফ্রান্সিস গমেজ (সহ- সভাপতি), পল অমলেন্দু ঘোষ (সম্পাদক), অনিমা গুদা (সহ-সম্পাদক), পিটার উৎপল গমেজ (কোষাধক্ষ্য), জন কাঞ্চন দাস পান্না (সদস্য)।

ডিসিনিউজ/আরবি.ইউএইচ. ১৬ ফেব্রুয়ারি ২০১৯