ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে ঢাকা...

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান

0
203

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

২৪ ফেব্রুয়ারি, ফার্মগেটের ইন্দিরা রোডের তার বাসভবন ধানসিঁড়িতে নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও ডিভাইন মার্সি হাসপাতাল লি:’র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, ডিভাইন মার্সি হাসপাতালের প্রধান নির্বাহী অফিসার মেজর জেনারেল (অব:) জন গমেজ, মেডিকেল ডিরেক্টর বিগ্রেডিয়ার (অব:) ব্রাইন বি. হালদার প্রমুখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি: সম্পর্কে অবহিত করে বলেন, ‘ডিভাইন মার্সি হাসপাতাল লি: বাংলাদেশের প্রথম সমবায়ীদের হাসপাতাল। সকল সমবায়ীসহ দেশের আপামর জনগণ এই হাসপাতালের মাধ্যমে আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা গ্রহণ করার সুযোগ পাবেন। হাসপাতালের সাথে নার্সিং ইনস্টিটিউট শুরু হতে যাচ্ছে। এ ছাড়াও হাসপাতালের সাথে শিঘ্রই মেডিকেল কলেজেরও উদ্যোগ নেওয়া হয়েছে।’

হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ বলেন, ‘ঢাকা ক্রেডিটের সদস্য, দেশের সকল সমবায়ীসহ জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলেই এই হাসপাতালে চিকিৎসা সেবা নিবেন। বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সাথে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে বিভিন্ন সমিতির সদস্যরা স্বল্পখরচে উন্নতমানের চিকিৎসা সেবা পেতে পারেন।’

বিসিএ প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো স্বল্পখরচে আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা। এ ছাড়াও নার্সিং কলেজ, মেডিকেল কলেজ যুক্ত হয়ে দক্ষ ডাক্তার ও নার্স গড়ে তোলাও হবে এই হাসপাতালের বিশেষত্ব।’

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি হাসপাতালের বিভিন্ন বিষয় জেনে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আপনাদের হাসপাতাল আমি স্বশরীরে পরিদর্শন করবো।’ এ সময় তিনি হাসপাতাল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ঢাকার অদূরে পূর্বাচলের সন্নিকটে কালীগঞ্জ উপজেলার মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের উদ্যোগে ৩শ বেডের ডিভাইন মার্সি হাসপাতাল লি: আশীর্বাদ অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। খুব শিঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পুরোদ্যমে হাসপাতালের যাবতীয় চিকিৎসা কার্যক্রম শুরু হবে।