শিরোনাম :
স্বাস্থ্য সেবা প্রকল্পের ফি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, সমিতির স্বাস্থ্য সেবা প্রকল্পের ফি নি¤œলিখিত হারে নির্ধারণ করা হয়েছে যা আগামী ১লা মে, ২০১৮ খ্রিস্টাব্দ থেকে কার্যকর করা হবে।
ভিজিট ফি : ১০০.০০ টাকা
ডায়াবেটিস ফি : ৩০.০০ টাকা
রক্তচাপ ফি : ২০.০০ টাকা
স্বাস্থ্য নিরাপত্তা স্কীম সার্টিফিকেট ফি : ১০০.০০ টাকা
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফি : ১০০.০০ টাকা
উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।