ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্টার অব দ্যা ইয়ার হওয়ায় ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের অভিনন্দন

হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্টার অব দ্যা ইয়ার হওয়ায় ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের অভিনন্দন

0
851

ডিসিনিউজ ॥ ঢাকা
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন সম্প্রতি নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন কর্তৃক স্টার অব দ্যা ইয়ার সম্মাননা লাভ করেছেন। এই উপলক্ষে ১৪ সেপ্টেম্বর ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়াসহ ব্যবস্থাপনা পরিষদের সদস্যগণ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনকে সোসাইটির হল রুমে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

করোনাকালে বাংলাদেশে সমবায় কার্যক্রম সচল রাখা ও মানুষের সেবা করার অনুপম দৃষ্টান্তসহ লক ডাউন থাকা সত্বেও সদস্যদের সেবাদানের বিরল কর্মসম্পাদনের জন্য আগষ্টিন পিউরীফিকেশনকে এই সম্মাননা দেওয়া হয় বলে জানা গেছে।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন স্টার অব দ্যা ইয়ার সম্মাননা লাভ করায় আমাদের ঢাকা ক্রেডিটের ৪৩ হাজার সদস্য, ব্যবস্থাপনা কমিটি ও প্রায় ৭০০ কর্মীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি হাউজিং সোসাইটির চেয়ারম্যানের সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘যাঁরা আপনাকে এই সম্মানে ভূষিত করেছেন তাঁদের কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি খ্রিষ্টানদের দ্বারা পরিচালিত সমবায় সমিতিগুলো অনেক ভালো ভালো দৃশ্যমান কাজ করে যাচ্ছে, তবে সে তুলনায় প্রচার কম হচ্ছে। আরো বেশি প্রচার হলে হয়তো ভবিষ্যতে সমবায় সমিতিগুলো আরো বেশি জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পাবে।’

অভিনন্দন জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। তিনি বলেন, ‘কোভিড-১৯ হচ্ছে একটা স্বাস্থ্য যুদ্ধ। এই যুদ্ধে হাউজিং সোসাইটি তাদের সদস্যদের পাশে দাঁড়িয়েছে। কাজের স্বীকৃতি পেয়ে আামদের ভালো লাগছে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, মনিকা গমেজ, ক্রেডিট কমিটি চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সেক্রেটারি জনি এস. গমেজ, সদস্য অন্তর মানখিন, লরেন্স পিটার গমেজ, ঢাকা ক্রেডিটের আইনবিষয়ক পরামর্শক অ্যাডভোকেট শাহীন বেপারী, ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ ও সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও।