ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট হারবাইদে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ স্থাপনে খুশি এলাকাবাসী

হারবাইদে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ স্থাপনে খুশি এলাকাবাসী

0
893

ডিসিনিউজ ।। ঢাকা

হারবাইদবাসীর দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয়েছে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে।

২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় এক আনন্দপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও কর্মকর্তাগণ হারবাইদবাসীর উপস্থিতিতে এই কালেকশন বুথ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, আপনাদের চাওয়া পূরণ হয়েছে আজ। এই কালেকশন বুথ স্থাপনে ঢাকা ক্রেডিটের শুধু টাকা লেনদেন নয়, আপনাদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক আরো জোরদার হয়েছে। বর্তমানে অনেক সমবায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাই আইনের শাসন স্বচ্ছতার সাথে হতে হবে। আমাদের সমিতিগুলোর মধ্যে সমমনা কিছু নীতিমালার প্রয়োজন রয়েছে। এতে করে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হারবাইদ ক্রেডিটের চেয়ারম্যান পবিত্র এফ. কস্তা ঢাকা ক্রেডিটকে ধন্যবাদ জানান বর্তমান প্রেসিডেন্ট কথা দিয়ে স্বল্প সময়ের মধ্যেই কালেকশন বুথ স্থাপন করেছেন। তিনি বলেন, ‘হারবাইদবাসী আজ খুবই খুুশি এই কালেকশন বুথ পেয়ে। আমাদের এই বুথ অনেক উপকারে আসবে। আমরাও আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিব।’

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘হারবাইদে ঢাকা ক্রেডিটের কালেকশন বুথ স্থাপনের অর্থ হলো, ঢাকা ক্রেডিটের সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ। ঢাকা ক্রেডিট নিয়মিতই সদস্যদের সহযোগিতা ও সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট থাকে। আপনারাও ঢাকা ক্রেডিটের সাথে সহযোগিতা করে মানবকল্যাণে এগিয়ে আসবেন।’

সংক্ষিপ্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন হারবাইদ ক্রেডিটের সেক্রেটারি তাপস কস্তা, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা মিলন রোজারিও, উপদেষ্টা অরুণ ডি’কস্তা, হারবাইদ ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান সিলভিয়া রোজারিওসহ আরো অনেকে। ঢাকা ক্রেডিটের পক্ষে ধন্যবাদ বক্তব্য রাখেন ট্রেজারার রতন পিটার কোড়াইয়া। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, পিটার লরেন্স গমেজ, অন্তর মানখিন, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সদস্য ষ্টেলা হাজরা, সদস্য মাধবী অনিতা গমেজ, ঢাকা ক্রেডিটের হিসাব বিভাগের ম্যানেজার লিপি রোজারিওসহ আরো অনেকে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ফিতা কেটে প্রেসিডেন্ট পকংজ গিলবার্ট কস্তা ও অতিথিরা কালেকশন বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে পোপ ফ্রান্সিসের ‘লাউদাতো সি’ (প্রকৃতি বর্ষ) এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত এই মুজিববর্ষে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে হারবাইদ উপধর্মপল্লী চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ফলজ ও ঔষধী বৃক্ষ রোপন করে।