ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized হাসনাবাদ খ্রীষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র ২১ তম বার্ষিক সাধারণ সভা...

হাসনাবাদ খ্রীষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
34

ডিসিনিউজ

১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় হাসনাবাদের টি.এ গাঙ্গুলী মেমোরিয়াল হলে সমিতির সদস্যদের উপস্থিতিতে ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

হাসনাবাদ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নিকোলাস আর কোড়াইয়া ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রীতি আঞ্জেলা গমেজ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কো- অপারেটিভ হাউজিং সোসাইটি এবং কালব এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেন্ট ইউফ্রেজীস গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার মেবেল কস্তা, হাসনাবাদ ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান সেলেষ্টিন রোজারিও সহ অন্যান্য সমিতির নেতৃবৃন্দ।

বার্ষিক সাধারণ সভার শুরুতে সভাপতি নিকোলাস আর কোড়াইয়া উপস্থিত সদস্য এবং অতিথিদের সমবায়ী শুভেচ্ছা জানিয়ে বিগত এক বছরের অর্জনগুলো তুলে ধরেন।

তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ আজ সকলের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভার মহামিলনমেলা আয়োজন করতে পেরে আমরা বর্তমান ব্যবস্থাপনা কমিটি গর্বিত ও আনন্দিত। সময়ের পরিক্রমায় হাসনাবাদ ক্রেডিট আজ ৫৮ বছরের এক সাফল্যজনক অধ্যায়ে পদার্পন করেছে। সদস্যদের সার্বিক সহযোগিতায় ২০২৩-২৪ অর্থ বছরে ১০% হারে ডিভিডেন্ড এবং ১০% হারে রিবেট প্রদান করার প্রতিশ্রুতি সম্ভবপর হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আপনাদের সকলের আন্তরিকতা, সহযোগিতা ও আস্থা অব্যাহত থাকবে।

প্রধান অতিথি দি মেট্রোপলিটন খ্রিস্টান কো- অপারেটিভ হাউজিং সোসাইটি এবং কালব এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন তার বক্তব্যে বলেন,‘ বাংলাদেশের মানুষের নিকট ক্রেডিট ইউনিয়নের সুফল বার্তা পৌঁছে দেওয়ার অন্যতম পথিকৃৎ হিসেবে হাসনাবাদ ক্রেডিট ইউনিয়নের নিকট কালবের প্রত্যাশা অনেক। আমি জানি এবং বিশ্বাস করি , বর্তমান ব্যবস্থাপনা কমিটি সদস্যদের প্রগতিশীল চিন্তা চেতনা এবং যথাযথ কর্মসূচি গ্রহণের মাধ্যমে অত্র ক্রেডিট ইউনিয়নের অগ্রযাত্রা আরো বেগবান এবং মসৃণ হবে। একই সঙ্গে সদস্যদের জন্য বিভিন্ন প্রোডাক্ট, সার্ভিস এবং উৎসাহ দিয়ে অত্র ক্রেডিট ইউনিয়ন তথা সদস্যদের উন্নয়নকে ত্বরান্বিত করতে সক্ষম হবে।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তার বক্তব্যে বলেন ,‘আমাদের সমবায় সমিতির সদস্যদের উপর ইমপ্যাক্ট স্টাডি করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতে হবে। শিশু কিশোরদের জন্য আমরা কি করতে পারি, আমাদের সকলকেই একত্রে কাজ করতে হবে। বর্তমানে আমাদের সমিতিগুলোকে গতানুগতিক কাজের বাইরেও অনেক প্রকল্প হাতে নিতে হবে। সেই সাথে সমিতির আয়ের উৎস তৈরি হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমি আশা করবো ১৮ গ্রাম অঞ্চলে আপনাদের সমিতি আগামীতে রোল মডেল হয়ে থাকবে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এবং ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও তার বক্তব্যে বলেন, ‘আপনাদের জীবনমান উন্নয়নে হাসনাবাদ ক্রেডিট ইউনিয়ন এর অবদান অনেক। বর্তমানে আমাদের সদস্যদের সঞ্চয় মুখী হতে হবে। ঋণ নেয়ার ক্ষেত্রে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সকলের পারিবারিক বাজেট থাকতে হবে। সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদের যে অদম্য প্রচেষ্টা তা সত্যিই প্রশংসার দাবী রাখে। সমিতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে ব্যবস্থাপনা কমিটির সাথে সদস্যদের ও অনেক দায়িত্ব রয়েছে। সমিতির ঋণ খেলাপী কমাতে বর্তমান ব্যবস্থাপনা কমিটির সাথে সদস্যদেরও কাজ করে যেতে হবে।’

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র বাইবেল থেকে পাঠ, সেই সাথে পরলোকগত সদস্যদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা ,আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা, বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদের কার্যক্রম প্রতিবেদন পাঠ ও অনুমোদন, আর্থিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদনসহ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।