ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

0
328

ডিসিনিউজ ॥ ঢাকা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 ২০ মে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, বাংলাদেশ যেন ধর্মনিপেক্ষ রাষ্ট্র হয় তার জন্য অব্যহত আন্দোলন করে যেতে হবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে।

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানাদাশ গুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট রাজীনীতিবিদ তোফায়েল আহমেদ, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পংকজ দেবনাথ, এমপি, ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সাংবাদিক সুভাষ সিংহ রায়সহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার কারণে এদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানরা নির্যাতনের শিকার হচ্ছেন প্রায়ই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কিন্তু এদেশের এক শ্রেণির মানুষ এখনো ভেতরে ভেতরে সাম্প্রদায়িকতার বিষ লালন করে। আরেক শ্রেণির মানুষ আছে যারা ধর্মনিপেক্ষতা স্বীকার করে কিন্তু উচু কন্ঠে তা বলে না। আরেক শ্রেণির মানুষ আছে যারা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চান। যেখানে থাকবে না ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি, সংখ্যালঘুদের ওপর নির্যাতন। বক্তারা দাবি করেন, দেশে সাম্প্রদায়িকতার বৃষ বাষ্পের কারণেই সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। আতংকে দিন পার করছেন। ফেসবুক একাউন্ট হ্যাক করে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানো হচ্ছে।

বক্তরা আরও বলেন, নির্যাতনের ভয় পেয়ে এদেশ থেকে চলে গেলে চলবে না। সংগ্রাম করে টিকে থাকতে হবে এই দেশে।

এ ছাড়া অস্তিত্বের লড়াইয়ে ধর্মীয় সংখ্যালঘুদের এই সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়োজন এখনো আছে ভবিষ্যতেও থাকবে।