ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ উৎসবে আর আনন্দে অনুষ্ঠিত হলো চ্ট্টগ্রামের  ঐতিহ্যবাহী ‘জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা’।

উৎসবে আর আনন্দে অনুষ্ঠিত হলো চ্ট্টগ্রামের  ঐতিহ্যবাহী ‘জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা’।

0
327

গতকাল ২৫ এপ্রিল, ১২ বৈশাখ, ১৪২৫ বাংলা তারিখে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির মাঠে ঐতিহ্যবাহী ‘জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হলো।

২৫ এপ্রিল বিকেল চারটায় শুরু হওয়া বলিখেলায় অংশ নেন চট্টগ্রামের চকরিয়া উপজেলার তরিকু্ল ইসলাম জীবন এবং কুমিল্লার শাহজালাল বলি। ১৩মিনিট ৩২ সেেকন্ড ধরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তরিকুল ইসলাম জীবন।  চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন  চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়র জনাব আ.জ.ম নাসির ।

গ্রাম বাংলার ঐতিহ্য ও  সংস্কৃতিবাহী নানা পন্যের শতাধিক দোকান বসে মেলায়। শিশুদের খেলনা, প্রসাধনী, মুড়ি মুড়কি, মাটির তৈরী বাসনকোসন, ফুলঝাড়ু, কাপড়সহ নানা দোকান শোভা পায় মেলায়। শিশুদের খেলনা নিয়ে বগুড়া থেকে এসেছেন আবুল হোসেন। তিনি বলেন, মেলার প্রতি আগ্রহ শিশুদেরই বেশী। তাই মেলায় খেলনার বেচাকেনাই বেশী হচ্ছে। লাভও আশানুরুপ।

১৯০৯ সালে শুরু হওয়া এ বলিখেলা ও মেলাটি ১০৯বছরের পুরনো ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ। ব্রিটিশদের অত্যাচার আর শোষণের বিরুদ্ধে তৎকালীন যুবশক্তিকে সোচ্চার হওয়ার  উদ্দেশ্যে এ খেলার প্রচ্লন করেন আবদুল জব্বার সওদাগর। বলিখেলাকে কেন্দ্র করেই লালদিঘীর পাড়ে গ্রামবাংলার সংস্কৃতিবাহী নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানীরা। শতবর্ষ পুরনো এ মেলাটি এখন চট্টগ্রামবাসীর প্রানের মেলায় পরিণত  হয়েছে।

আরবি. আরপি. ২৬ এপ্রিল, ২০১৮