ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ১৪ নভেম্বর পালন করা হবে ফাদার চার্লস জে ইয়াং-এর মৃত্যুবার্ষিকী

১৪ নভেম্বর পালন করা হবে ফাদার চার্লস জে ইয়াং-এর মৃত্যুবার্ষিকী

0
554

এতদ্বারা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ১৪ নভেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ, রোজ-শনিবার, বাংলাদেশের ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের অগ্রদূত এবং দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় ফাদার চার্লস জে ইয়াং সিএসসি-এর ৩২তম মৃত্যুবার্ষিকী। এ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে ঐদিন সকাল ৭ঃ৩০ মিনিটে তেজগাঁও গীর্জায় তাঁর আত্মার কল্যাণার্থে বিশেষ প্রার্থনা, পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ এবং খ্রিষ্টযাগের পর তাঁর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হবে।
উক্ত বিশেষ প্রার্থনা, খ্রিষ্টযাগ ও পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে আপনাদিগকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
এখানে উল্লেখ্য যে, স্বর্গীয় ফাদার চার্লস জে ইয়াং সিএসসি-এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সমিতির প্রধান কার্যালয়সহ সেবাকেন্দ্র ও কালেকশন বুথসমূহ বন্ধ থাকবে।

সমবায়ী শুভেচ্ছান্তে

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।
(বিজ্ঞপ্তি)