ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ২৬-২৭ অক্টোবর হরিণছড়ায় জপমালা রাণী মা মারীয়ার তীর্থোৎসব

২৬-২৭ অক্টোবর হরিণছড়ায় জপমালা রাণী মা মারীয়ার তীর্থোৎসব

0
771

|| সুবর্ণ পাথাং ||

‘প্রেরিতগণের রাণী মারীয়া’ এই মূলসুরকে ধারণ করে প্রতি বছরের মতো এবছরো ২৬-২৭ অক্টোবর সিলেট ধর্মপ্রদেশের শ্রীমঙ্গলের সেন্ট মেরীস গীর্জা হরিণছড়াই জপমালা রাণী মা মারীয়ার ৩০তম তীর্থোৎসব ২০১৯খ্রী: পালিত হতে যাচ্ছে।
এই নিয়ে আজ ১৩ অক্টোবর রবিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল সাধু যোসেফের গির্জা মিশনের সভা কক্ষে হরিণছড়া তীর্থ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে তীর্থ কমিটির বাজেট পাশ, উপাসনার কাঠামো পাঠ, তীর্থ পরিচালনা কমিটি নাম ঘোষণা করা হয়। এবছর তীর্থে উপাসনায় পৌরহিত্য করবেন ঢাকার মহাধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি সহযোগীতায় থাকবেন সিলেট ধর্মপ্রদেশের বিশপ বিজয় এনডিক্রুজ ওএমআই।
উক্ত সভায় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল ধর্মপল্লীর পালপুরোহিত ও কেন্দ্রীয় উদযাপন কমিটির সভাপতি ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, সহকারী পালপুরোহিত ফাদার দিগন্ত চাম্বুগং সিএসসি, শায়েস্তাগঞ্জ উপধর্মপল্লীর পালপুরোহিত ফাদার গ্রাব্রিয়েল কোরাইয়া সিএসসি, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন গ্রাম-পুঞ্জির রংবা ও মাতব্বর, কাটিখ্রিস্ট শিক্ষক-শিক্ষিকা।

কেন্দ্রীয় তীর্থ উদযাপন কমিটি থেকে আরো জানানো হয় তীর্থ উপলক্ষে বিশেষ আশীর্বাদ ও প্রার্থনার জন্য পর্বকর্তা-৫০০ টাকা, উদ্দেশ্য প্রার্থনা-২০০ টাকা এবং যে কোন স্বেচ্ছাদান সাদরে গ্রহণ করা হবে। তীর্থোৎসব উদযাপন বিষয়ক যোগাযোগ করতে পারবেন ফাদার দিগন্ত চাম্বুগং সিএসসি- ০১৭৮২৪৪০১৩৬ ও রনি সরকার- ০১৭১২৬০০৩৬৬।