ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ০৬ নভেম্বর ২০২৫
বাংলা : ২২ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ২ ঘন্টা কর্মবিরতি চা শ্রমিকদের

২ ঘন্টা কর্মবিরতি চা শ্রমিকদের

0
301

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের লস্করপুর চা বাগানে চা শ্রমিকদের চা পাতা ওজনের সময় ৪ থেকে ৬ কেজি পাতা ওজনে কম দেওয়ার অভিযোগে নিপেন বাবুর বিরুদ্ধে অফিস প্রাঙ্গনে ২ ঘন্টার কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।

কর্মবিরতিতে চা শ্রমিকদের দাবি, দুই মাসের মধ্যে নিপেন বাবুকে বহিঃস্কার না করলে চা বাগানে কাজকর্ম বন্ধ থাকবে।

শ্রমিকদের অভিযোগ চা পাতা ওজন দেওয়ার সময় ৪ থেকে ৬‌কেজি‌ চা পাতা কর্তন করে রাখেন নিপেন বাবু। যার ফলে প্রতিনিয়ত সবসময় ওজনে কম হওয়ায় যথেষ্ঠ মজুরি পাচ্ছে না। এছাড়াও প্রতিবাদ না করাই ওজন বাবুরা দিন দিন প্রতিটি শ্রমিকদের কাছ থেকে চা পাতা কর্তন করেই চলছে।

এই বিষয়ে জানতে চাইলে নিপেন বাবু বলেন ম্যানেজার ও চা শ্রমিকরা বিষয়টি জানেন। উক্ত কর্ম বিরতিতে লস্করপুর বাগানের ম্যানেজার আরিফ আহমেদ এর কাছে চা পাতা কর্তনের ব্যাপারে জানতে চান চা শ্রমিকরা। ম্যানেজার বলেন ওজনে ১ কেজি চা পাতা কাটারো অনুমতি দেওয়া হয়নি নিপেনকে।

চা‌ শ্রমিকরা দাবি‌ রাখেন নিপেন বাবু বাগান থেকে  চলে যাওয়া হোক এবং চা শ্রমিকদের যেন ডিজিটাল মেশিনে চা পাতা ওজন করা হয়।

চা শ্রমিকদের দাবি পূরণ করবে বলে আশ্বাস দেন লস্করপুর বাগানের ম্যানেজার। তিনি আরো বলেন ওজনে সময় যদি কোন বাবু ১কেজি কিংবা এর বেশি চা পাতা কর্তন করে তাহলে তাকে বাগান থেকে বহিঃস্কার করা হবে।