শিরোনাম :
৩৬তম তে ৩৫তম বিসিএস-এর কোটা পূরণ
৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটায় অপূরণ হওয়া সংরক্ষিত পদগুলো ৩৬তম বিসিএসের মাধ্যমে পূরণ করা যাবে।
২০ ফেব্রুয়ারি, সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া একই বিসিএসের প্রাধিকার কোটার অপূরণ হওয়া পদ সংরক্ষণের বিধান ৩৬তম বিসিএসের জন্য এককালীন শিথিল করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তা অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদ সচিব মোহা্ম্মদ শফিউল আলম বৈঠক শেষে সংবাদ বিফ্রিংয়ে এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আনসার ও মিড ওয়াইফারী পদগুলো পূরণের জন্য মুক্তিযোদ্ধা কোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অপূরণ হওয়া পদগুলো জাতীয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে।
আরপি/এসএস/২০ ফেব্রুয়ারি,২০১৭