ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সবিতা গমেজ আর নেই

সবিতা গমেজ আর নেই

0
1153

ডিসিনিউজ:

সবিতা গমেজ আর নেই। তিনি গতকাল (৪ নভেম্বর) রাতে গাজীপুরের তুমিলিয়া ধর্মপল্লীর চড়াখোলায় নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

চিরকুমারী ব্রতধারী সবিতা ছিলেন খ্রিষ্ট বিশ্বাসীদের সংঘের সদস্য। তিনি ছিলেন এই সংঘের কো-অডিনেটর। দারিদ্রতা, কুমারীত্ব ও বাধ্যতার ব্রত নেন এই সংঘের সদস্যরা।
তুমিলিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবিন গমেজ ডিসিনিউজকে জানান, খুব ভালো মানুষ ছিলেন সবিতা গমেজ। তিনি পথ শিশু ও বস্তির শিশুদের শিক্ষা প্রদান করতেন। এ ছাড়া প্রার্থনা পরিচালনা ও ধর্মক্লাশ পরিচালনা করে মন্ডলীতে সেবা দিয়ে গেছেন নীরবে।

[wp1s id=”10191″]