ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বরিশালে ব্যাপ্টিষ্ট চার্চের কবরস্থানের পবিত্রতা নষ্ট করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশালে ব্যাপ্টিষ্ট চার্চের কবরস্থানের পবিত্রতা নষ্ট করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

0
519

নগরীর বান্দ রোডের সাউথ এ্যাপেলো কমপ্লেক্স ও ব্যাবিলন মেডিকেল সার্ভিসেস এর ব্যবহৃত ময়লা আর্বজনা ফেলে বরিশাল ব্যাপ্টিষ্ট চার্চের পবিত্র কবরস্থানের পবিত্রতা নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল সদর ব্যাপ্টিষ্ট চার্চের খ্রিষ্টভক্তরা।

আজ ২ নভেম্বর শানিবার বিকাল সাড়ে ৫টায় বান্দ রোডের ব্যাপ্টিষ্ট চার্চ কবরস্থানের সামনে প্রয়াত খ্রিষ্টভক্তদের কবর আশির্বাদের দিনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন চার্চের সম্পাদক জনসন মেরী গুহ। বক্তব্য রাখেন বগুড়া ব্যাপ্টিষ্ট চার্চের সম্পাদক রবিন বল্লভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে চার্চের সম্পাদক জনসন মেরী গুহ সাউথ এ্যাপেলো কমপ্লেক্স ও ব্যাবিলন মেডিকেল সার্ভিসসের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের বার বার বলা সত্ত্বেও প্রতিষ্ঠানের ব্যবহৃত ক্লিনিক্যাল বর্জ্য ছাড়াও সকল প্রকার ময়লা আর্বজনা চার্চের পবিত্র কবরস্থানে ফেলে যাচ্ছেন। আপনাদের জন্য বরিশাল সিটি কর্পোরেশন থেকে ময়লা ফেলার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

কিন্তু আপনারা সেখানে ময়লা আর্বজনা না ফেলে দিনের পর দিন আমাদের পবিত্র করবস্থানে ফেলে আসছেন। আপনাদের কবরস্থান যেমন আপনাদের কাছে পবিত্র তেমনি আমাদের কবরস্থানও আমাদের কাছে পবিত্র। মৃত্যুর পর যেহেতু সবাইকে কবরস্থানে যেতে হবে, তাই যে কোন কবরস্থানের পবিত্রতা রক্ষা করা সবার মানবিক দায়িত্ব।

আজ মানববন্ধন করছি। এরপরেও যদি আপনারা পবিত্র কবরস্থানে ময়লা আর্বজনা ফেলা বন্ধ না করেন তবে আরো কঠিন অবস্থানে যেতে বাধ্য হবো। প্রায় দেড় শতাধিক খ্রিষ্টভক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে খ্রিষ্টভক্তরা কবরে মোমবাতি প্রজ্জ¦লন করে প্রয়াতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। (বরিশাল নিউজ)