ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় একদিনে ফাদার হলেন সাতজন

ইন্দোনেশিয়ায় একদিনে ফাদার হলেন সাতজন

0
1154

ডেস্ক, ডিসিনিউজ:
ইন্দোনেশিয়ায় রাজধানী জার্কাতায় মালাং ধর্মপ্রদেশে একদিনে একসাথে সাতজন ডিকন ফাদার হয়েছেন।
৩১ অক্টোবর দি কাথিড্রাল অব আওয়ার লেডি অব মাউন্ট কার্মেলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে এক হাজার খ্রিষ্টভক্ত, এক শ’ জন যাজক উপস্থিত ছিলেন। বিশপ হেনরিসিয়াস গানওয়ান তাদের অভিষিক্ত করেন। অভিষিক্ত পুরোহিতগণ সকলে বিশপ হেনরিসিয়াসের প্রাক্তন ছাত্র যিনি ২০১৬ খ্রিষ্টাব্দে বিশপ হিসেবে অভিষিক্ত হয়েছেন।
প্রসঙ্গত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় প্রতি বছরই বেশ কয়েকজন যুবক ফাদার হন। ধর্মীয় আহ্বানের অবস্থা ভাল।
সাতজন ফাদারের মধ্যে তিনজন ধর্মপ্রদেশীয়, একজন কার্মেলেট এবং তিনজন ডিসাইপল অব লড সম্প্রদায়ের সদস্য।
নতুন ফাদারদের মধ্যে দুইজন অন্য দেশে মিশনারী হিসেবে সেবা দিতে যাবেন।

এই ধরনের আরো সংবাদ

মারা গেছেন পৃথিবীর সব চেয়ে বয়স্কা ১১১ বছরের সিস্টার

যুক্তরাজ্যে একটি লরি থেকে ৩৯ মৃতদেহ উদ্ধার

নতুন সাধ্বী পেল ভারত কাথলিক মন্ডলী