ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মিত্রার স্বপ্ন পূরণে সহযোগী ঢাকা ক্রেডিট

মিত্রার স্বপ্ন পূরণে সহযোগী ঢাকা ক্রেডিট

0
597

ডিসি নিউজ:
মিত্রা বর্মন। বয়স ২০ বছর। বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের হবুয়ারচালা গ্রামে। তিনি আশিষ বর্মন ও এলিজাবেথ বর্মনের দ্বিতীয় সন্তান। ছোট থেকে মেধাবী মিত্রার স্বপ্ন চিকিৎসক হওয়ার। তিনি এইচএসসি সাভারের ধরেন্ডার সেন্ট যোসেফস হাই স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে পাস করেন।
মেডিকেলে ভর্তি পরীক্ষা দেন। ডাক্তারি পড়ার সুযোগ পান। কিন্তু ভর্তির টাকা যোগাড় করতে হিসশিম খেতে হয় তার ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী বাবাকে। মিত্রার মনে পড়ে ঢাকা ক্রেডিটের কথা । তিনি জানেন যে ঢাকা ক্রেডিট উচ্চ শিক্ষার জন্য ঋণ দেয় সদস্যদের। তিনি সেই সুযোগ নেন।

আরো পড়ুন: উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণ
ঢাকা ক্রেডিট থেকে তিনি গত বছর নভেম্বর মাসে ১০ লক্ষ টাকা উচ্চ শিক্ষার জন্য ঋণ নেন। তিনি ডিসিনিউজকে বলেন, ‘ঢাকা ক্রেডিট থেকে ঋণ নিয়ে আমার খুব উপকার হয়েছে। ঢাকা ক্রেডিট না থাকলে হয়ত আমার মেডিকেলে পড়া হতো না।’
আজ (৬ নভেম্বর) ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ মিত্রাকে পড়াশোনার সহায়তার জন্য বোর্ডের পক্ষ থেকে মানব দেহের কঙ্কাল কেনার জন্য অর্থ সহায়তা দেন। মিত্রা ঢাকা ক্রেডিটের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিট আমার স্বপ্ন পূরণে পাশে আছে। আমি ঢাকা ক্রেডিটের প্রতি অনেক কৃতজ্ঞ।’
তিনি আরো বলেন, ঢাকা ক্রেডিট আরো সামনের দিকে এগিয়ে যাক। আমার মতো যাদের আর্থিক সংকট আছে, ঢাকা ক্রেডিট তাদের পাশে থাকুক।’
তিনি গাজীপুরের টঙ্গীর তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এই ধরনের আরো লেখা পড়ুন:

ঢাকা ক্রেডিট হতে সহজে গাড়ি ঋণ পাওয়ার উপায়

সফল রেন্ট-এ কার ব্যবসায়ী আলফ্রেডের গল্প

টিনের ঘর থেকে অট্টালিকা