ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট আগামীকাল ফাদার চার্লস জে ইয়াংয়ের ৩১তম মৃত্যু বার্ষিকী

আগামীকাল ফাদার চার্লস জে ইয়াংয়ের ৩১তম মৃত্যু বার্ষিকী

0
1279

আগামীকাল (১৪ নভেম্বর) বাংলাদেশে সমবায় আন্দোলনের পথিকৃৎ ফাদার চার্লস জে ইয়াং সিএসসি’র ৩১তম মৃত্যু বার্ষির্কী। তিনি দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রতিষ্ঠাতা। ১৯৮৮ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর ৮৪ বছর বয়সে তিনি মটরসাইকেল চালানো অবস্থায় জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান। আগামীকাল তেজগাঁও গির্জায় সকাল আটটায় তাঁর আত্মার চির শান্তি কামনায় বিশেষ খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে এবং তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
১৯৫৫ খ্রিষ্টাব্দে ৩ জুলাই তিনি ৫০ জন সদস্য ও মাত্র ২৫ টাকা মূলধন নিয়ে নিয়ে পুরানো ঢাকার লক্ষ্মীবাজারে ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেন যা দেশের খ্রিষ্টানদের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে।
ঢাকা ক্রেডিট দেশের সর্ব বৃহৎ সমবায় প্রতিষ্ঠান। এখানে রয়েছে ৪২ হাজারের বেশি সদস্য। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল, সমবায় বাজারসহ মোট ৭৫টি প্রডাক্ট ও সামাজিক প্রকল্প। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাদার চার্লস জে ইয়াং ফাউন্ডেশন আগামীকাল সমিতির প্রধান কেন্দ্রে সন্ধ্যা ৬টায় বি কে গুড কনফারেন্স হলে শুভ উদ্বোধন করা হবে। এতে সমিতির সদস্য, কর্মকর্তা ও কর্মী ও সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।