শিরোনাম :
মলম পার্টির শিকার হওয়া গাজীপুরের খ্রিষ্টান নিখোঁজ যুবক বাড়ি ফিরেছেন
ডিসিনিউজ:
আজ সকাল সাতটায় নিখোঁজ অলড্রিন যোসেফ রোজারিও বাড়ি ফিরে এসেছেন।
তার মা চন্দনা পিউরীফিকেশন ডিসিনিউজকে বলেন, ‘আমার ছেলে সকাল সাতটায় বাড়ি ফিরে এসেছে। সে মলম পার্টির খপ্পরে পড়েছিলো। ঈশ^রকে ধন্যবাদ যে আমার ছেলেকে ফিরে পেয়েছি।’
তিনি জানান, তার ছেলে তাদের জানিয়েছেন যে গতকাল দড়িপাড়া থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছিলেন। টঙ্গিতে কেটিএল বাস থেকে নামার পর একটি অপরিটিত লোক তার সামনে দিয়ে যান, এরপর তিনি নিজেকে আবিষ্কার করেন রাস্তার পাশে নিজেকে শোয়ানো অবস্থায়। তিনি সাইনবোর্ডে লেখা দেখেন সেটা কক্সবাজার। তখন সন্ধ্যা। তিনি বাসস্টেন্ডে যান এবং সেখানে গিয়ে বলেন তিনি মলম পার্টির খপ্পরে পড়ে টাকা পয়সা হারিয়েছেন। একটি বাসে প্রথমে চট্টগ্রামে যান, সেখান থেকে আবার ঢাকার আব্দুল্লাপুর আসেন। এভাবে বাড়ি ফিরেন অলড্রিন।
অলড্রিন এখনো অসুস্থ। বেশি কথা বলতে পারছেন না। তার বিশ্রাম প্রয়োজন।