ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা পেতে যা করতে হবে

ঢাকা ক্রেডিটের ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা পেতে যা করতে হবে

0
3279

|| সুমন কোড়াইয়া ||
দেশের সমবায় আন্দোলনের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ঢাকা ক্রেডিট। আগামী ৩০ নভেম্বর সমিতিটি উদ্বোধন করতে যাচ্ছে ১০টি এটিএম বুথ। সদস্যদের আর্থিক লেনদেনের সুবিধা দিতে প্রদান করতে যাচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। যারা সমিতির সদস্য তারা তাদের সঞ্চয়ী হিসাবের সঞ্চিত অর্থ ডেবিট কার্ড দিয়ে দিনের চব্বিশ ঘন্টার যেকোনো সময় উত্তোলন করতে পারবেন। যারা ক্রেডিট কার্ডধারী হবেন, তারা সেই কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘ক্রেডিট’ বা ঋণ সুবিধা পাবেন। ক্রেডিট কার্ডধারীদেরও অবশ্যই ঢাকা ক্রেডিটের নিয়মিত সদস্য হতে হবে।
আগামী ২৩ নভেম্বর, শনিবার সদস্যরা ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ যেকোনো শাখা অফিস হতে ডেবিট ও ক্রেডিট কার্ড উত্তোলনের জন্য ফরম সংগ্রহ করতে পারবেন। যারা এখনো ঢাকা ক্রেডিটের সদস্য হননি কিন্তু এইসব সুবিধা নিতে চান, তাদের আগে ঢাকা ক্রেডিটের সদস্য হতে হবে। নতুন সদস্যরা সদস্য হওয়ার সময়ই ফরম সংগ্রহ করতে পারবেন। ফরমে অন্যান্য তথ্যের সাথে দুই কপি রঙিন ছবি, নিজের মোবাইল নম্বর, ইমেল এড্রেস দিতে হবে। ফরম জমা নেওয়ার সময় আঙ্গুলের ছাপ নেওয়া হবে। তিন থেকে চার দিনের মধ্যে ডেবিট কার্ড হাতে পাওয়া যাবে। ডেবিট কার্ডটিতে কিউআর কোড (কুইক রেসপন্স কোড) থাকবে। সেটি এটিএম বুথের নির্দিষ্ট স্থানে প্রর্দশন করে গোপন পিন নম্বর দিতে হবে, সেখানকার দেওয়া নির্দেশনা অনুসরণ করে টাকা উত্তোলন করা যাবে।
ডেবিট কার্ড দিয়ে ২৪ ঘন্টা টাকা উত্তোলনসহ সংক্ষিপ্ত বিবৃত্তি প্রাপ্তি, বিভিন্ন সঞ্চয়ী হিসাবের তথ্য জানা ও সঞ্চয়ী হিসাব থেকে টাকা ট্রান্সফার করার সুবিধা পাবেন।
দুই ধরনের ক্রেডিট কার্ড ইস্যু করা হবে- গোল্ড ও সিলভার। যাদের আয় বেশি, পূর্বের ঋণ পরিশোধের হিষ্ট্রি ভাল, তাদের গোল্ড ক্রেডিট কার্ড দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে সিলভার ক্রেডিট কার্ড। সিলভারের চেয়ে গোল্ড ক্রেডিটকার্ডধারীরা তুলনামূলক বেশি টাকা ক্রেডিট কার্ডের ঋণ সুবিধা পাবেন। এই ক্রেডিট কার্ড দিয়ে ঢাকা ক্রেডিটের সমবায় বাজারসহ অনুমোদিত বিপণী থেকে বাজার করা যাবে।
ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা নিতে যোগাযোগ করুন: ০৯৬৭৮৭৭১২৭০