শিরোনাম :
পুণ্য পিতা পোপ ফ্রান্সিস থাইল্যাল্ড এসে পৌঁচেছেন (ছবি)
ডেস্ক নিউজ:
পোপ ফ্রান্সিস ২০ নভেম্বর ব্যাংকক পৌঁচেছেন। তিনি থাইল্যান্ড এবং জাপান সফরে কাথলিক সম্প্রদায়ের সংখ্যালঘুদের মনোবল বাড়ানো, মানব পাচার, শান্তিরক্ষাসহ উদ্বেগের বিষয়ে কথা বলেছেন।
বহু বছর আগে মিশনারীরা থাইল্যাল্ডে বৌদ্ধদের মধ্যে এসেছিলেন। সম্প্রতিককালে মিশনারীরা অত্যাচারের শিকার হয়েছেন। পোপ পূর্বসূরী মিশনারীদের প্রশংসা করবেন বলে আশা করা হচ্ছে।
পোপ তিন দিনের জন্য থাইল্যাল্ড সফর শেষে তিন দিনের জন্য জাপান সফরে যাবেন। সেখানে তাকে ৮২ বছর বয়সী পোপ হিসেবে স্বাগত জানানো হবে। আমাজনে সদ্য বৈঠক সমাপ্ত হয়েছে।
পোপ ফ্রান্সিস বৌদ্ধ ধর্মের সবোর্চ্চ নেতা এবং থাইল্যান্ডের কর্তৃপক্ষের পাশাপাশি এশিয়ার সমস্ত বিশপদের সাথে মতবিনিময় সভা করবেন। পোপের এই সফরে ভাটিকানের সেক্রেটারি কার্ডিনাল পাইট্রো পারোলিন বলেছেন, আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং প্রত্যেক ব্যক্তির মর্যাদার প্রদানের বিষয়ে পোপ কথা বলতে পারেন।
পোপ দ্বিতীয় জনপল থাইল্যান্ডে প্রথম সফরকারী পোপ হওয়ার পরে পঁয়ত্রিশ বছর পরে পোপ ফ্রান্সিস পালকীয় সফরে এসেছেন। ১৫৬৭ সালে ডমিনিকান মিশনারীরা খ্রিষ্টবিশ^াসে বীজ নিয়ে থাইল্যান্ডে আসেন এবং বর্তমানে জেজুইট মিশানরীরা কাজ করছেন।
পোপ মহোদয় নিকোলাস বুঙ্কার্ড কিতবামরংয়ের সমাধিতে প্রার্থনা করবেন, যিনি রেভা বেনেডিক্টা চুনকিম নামে পরিচিত। যিনি ১৯৪৪ সালে আধুনিক থাইল্যান্ডের প্রথম ধর্মশহীদ পুরোহিত।
[wp1s id=”10479″]