ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়নের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
530

সুবর্ণ পাথাং ॥ শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর কাথলিক মিশনের নটর ডেম জুনিয়র স্কুল প্রাঙ্গণে ৮ ডিসেম্বর রবিবার ক্রেডিট ইউনিয়নের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় শ্রীমঙ্গল শ্রমিক সাধু যোসেফ গির্জার পালক পুরোহিত ও ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সমবায় অফিসার জনাব দৌলত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা সমবায় অফিসার জনাব জাহাঙ্গীর আলম, কালব এর অডিট বিভাগের ম্যানেজার মি.হিউবার্ট সুকুমার পালমা, এডিএম মি.পংকজ রোজারিও, শ্রীমঙ্গল সাধু যোসেফ ধর্মপল্লীর সহকারী পালকপুরোহিত ফাদার হ্যামলেট বটলেরু সিএসসি, সিলেট কারিতাস বিভাগের সক্ষমতা প্রকল্পের কর্মকর্তা বনিফাস খংলা। আরো উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়ন লি.এর কার্যকরী কমিটির উপদেষ্টা মন্ডলী, ব্যবস্হাপনা কমিটি, ঋণদান কমিটি এবং পর্যবেক্ষণ কমিটির সদস্যগণ।

দিনের শুরুতে উপস্থিত, নাম রেজিষ্ট্রেন ও কোরাম ঘোষণার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। জাতীয় ও সমবায় পতাকা উওোলন এবং আসন গ্রহন পর প্রারম্ভিক প্রার্থনা হয়। প্রারম্ভিক প্রার্থনাই পবিত্র বাইবেল পাঠ করেন ফাদার দিগন্ত ডেনিস চাম্বুগং ও প্রার্থনা পরিচালনা করেন ফাদার হ্যামলেট বটলেরু সিএসসি।

ব্যবস্হাপনা কমিটির চেয়ারম্যান ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে প্রার্থনাপূর্ণ প্রীতি ও সমবায়ী শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, এ ক্রেডিট ইউনিয়ন শুরু হয়েছিল ২০০২ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর। দেখতে দেখতে ১৭ বছরে আমরা পার করলাম।

৯ম বার্ষিক সাধারণ সভায় গত বছরের ৮ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করা হয়। এরপর পর্যায়ক্রমে ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন, ঋণদান পরিষদের প্রতিবেদন ও পর্যবেক্ষণ পরিষদের প্রতিবেদন পাঠ হয়।