শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবাদের ছাত্র কর্মশালা, আগমনকালীন নির্জনধ্যান
সুর্বণ পাথাং।। শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ৯-১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল যুবাদের ধর্মপ্রদেশীয় ছাত্র কর্মশালা, আগমনকালীন নির্জনধ্যান ও প্রাক বড়দিন।
“টেকসই উন্নয়নের লক্ষ্যে গুণগত শিক্ষা অর্জনে অঙ্গীকারবদ্ধ যুব সমাজ” এই মূলসুরকে ধারণ করে বাংলাদেশ কাথলিক স্টুডেন্ট মুভমেন্ট (বিসিএসএম) সিলেট ধর্মপ্রদেশের আয়োজনে নটরডেম জুনিয়র বিদ্যালয়ের হল রুমে তিনদিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালাই উপস্থিত থেকে সেশনগুলো পরিচালনা করেন সিলেট ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার ভেলেইন্টাইন তালাং, ওএমআই, শ্রীমঙ্গল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ও শ্রীমঙ্গল বিসিএসএম ইউনিট এর চ্যাপলেইন ফাদার ডিগন্ত ডেনিশ চাম্বুগং. সিএসসি ও বিসিএসএম এর জাতীয় কার্যকরী পরিষদের প্রাক্তন প্রকাশনা বিষয়ক সম্পাদক আশীষ দিও।
মূলভাবের ওপর ফাদার ভেলেইন্টাইন তালাং, ওএমআই সেশন প্রদান করেন। তিনি বলেন, ‘পুতিগত শিক্ষার পাশাপাশি ইংরেজীতে দক্ষ হতে হবে।’ যুবাদের আরো আহব্বান করেন জাতির মঙ্গলের জন্য কাজ করতে এবং যুবসমাজকে অঙ্গীকারবদ্ধ হতে। এছাড়াও Sustainable Development Goals (SDG) সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল আগমনকালীন নির্জনধ্যান ও পাপস্বীকার। এই ছাত্র কর্মশালাকে আরো আনন্দঘন করে তোলার জন্য প্রাক-বড়দিন উৎযাপন উপলক্ষ্যে সাংস্কৃতি অনুষ্ঠান ও সকলকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
[wp1s id=”10852″]