ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠান

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠান

0
680

ডিসিনিউজ || ঢাকা
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় মতিঝিলের নটর ডেম বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
১৮ ডিসেম্বর সকাল নয়টায় বিবিএ, এমবিএ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ইংরেজি এবং আইন বিভাগের ৫৩৬ জন গ্রাজুয়েটকে নিয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশর প্রথম সমবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাবর্তন অনুষ্ঠানে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশর (এনডিইউবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক গ্যাফনি, সিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।
প্রধান অতিথি ডা. দিপু মনি এমপি, গ্রেজুয়েটদের উদ্দেশ্য করে বলেন, ‘গুণগত ও মান-সম্পন্ন শিক্ষার জন্য গবেষণার কোনো বিকল্প নেই। মান-সম্পন্ন শিক্ষা এবং গবেষণার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতকদের মধ্যে চাকরি খোঁজার প্রবণতা দেখা দেয়। আমার বিশ্বাস আপনারা চাকরি না খুঁজে একজন উদ্যোক্তা হবেন, বহু মানুষকে চাকরি প্রদান করবেন। এটি আমাদের প্রত্যাশা। শুধু জ্ঞান আহরণ নয়, যেসকল সমস্যা মানুষকে প্রতিনিয়ত স্পর্শ করছে, সেগুলো সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। বিশ্বের বুকে বাংলাদেশকে সমুন্নত করতে আজকের নবীন স্নাতকেরা বিশেষ ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি।’
শিক্ষামন্ত্রী দিপু মনি নবীন স্নাতকদের বলেন, ‘যদিও সৎ পথে চলা অনেক কঠিন তারপরেও সত্যেকে ভালোবাসতে হবে এবং সৎ পথে চলতে হবে। তাহলেই আপনাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র আরো অনেক সুন্দর হবে বলে আশা করি।’
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের উত্তম স্থান। আমি বিশ্বাস করি নটর ডেম বিশ^বিদ্যায়টি একটি লিডিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় । বাংলাদেশে এটিই প্রথম হলি ক্রস ফাদারদের দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয় । মিশনারিরা বাংলাদেশে মান-সম্পন্ন শিক্ষা প্রদান করে থাকে, যা নটর ডেম বিশ্ববিদ্যালয় করে যাচ্ছে। এখানে শুধু পড়াশোনাই করানো হয় না, পাশাপাশি বাড়তি জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কার্যক্রম করানো হয়ে থাকে। এখানে নিয়ম-কানুনের বিষয়ে অনেক সচেতনতা অবলম্বন করা হয়। যা অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেই।’

[wp1s id=”11011″]
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক গ্যাফনি, সিএসসি শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আমরা এমন একটি অসাধারণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে যাচ্ছি যা যুগ ও কালকে ছাপিয়ে গিয়েছে। এই অনুষ্ঠানে যে সকল স্নাতক অংশগ্রহণ করেছে তাদের হৃদয়ে এই সমাবর্তন স্মৃতির মণিকোঠায় খোদিত হয়ে থাকবে।’
সমাবর্তন বক্তা কিংস কলেজ, ইউএসএ-এর প্রেসিডেন্ট ড. ফাদার টমাস জে ও’হারা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল স্নাতক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পড়াশোনার পাঠ চুকে যাওয়ার পর তোমরা সকলে এমন এক ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছ যেখানে আগামী বছরগুলোতে চ্যালেঞ্জ এবং সুযোগ এই দুইয়ের মুখোমুখি হবে যা তোমাদের দক্ষতা এবং ধৈর্য্যরে পরীক্ষা দেবে। নিঃসন্দেহে আগামী বছরগুলোতে অনেক ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে।’
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হতে সদ্য বিবিএ’তে স্নাতক সম্পন্ন করেছে ইউসুফ হাসান। সেন্ট গ্রগরী স্কুল, সেন্ট যোসেফস কলেজ এবং নটরডেম বিশ^বিদ্যালয় তিনটিই হলি ক্রস ফাদার-ব্রাদারদের দ্বারা পরিচালিত। এই তিনটি স্কুল কলেজ এবং বিশ^বিদ্যায়ে পড়াশোনা সম্পন্ন করেছে ইউসুফ। তিনি ডিসিনিউজকে জানান, আজকের দিনটি অনেক আনন্দের যা ভাষায় প্রকাশ করার নয়। অনেক পরিশ্রম ও সাধনা করতে হয়েছে আজকে এই পর্যন্ত পৌঁছানোর জন্য। মিশনারী স্কুল কলেজ নিয়ম-কানুনের দিক দিয়ে সচেতন যা পরবর্তীতে সঠিক মানুষ হতে সাহায্যে করে। বছরের শুরুতে একাডেমিক ক্যালেন্ডার অনুসারে পাঠ্যক্রম প্রস্তুত করা হয়ে থাকে। এই জন্য আমাদের পড়াশোনার ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই।’
সবোর্চ্চ সিজিপিএ যারা পেয়েছে তাদের তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে ই্উসুফ পেয়েছেন আর্চবিশপ টি এ গাঙ্গুলী মেমোরিয়াল পুরস্কার। সে ৪ এর মেধ্যে ৩.৭৪ পেয়েছে। দেশের বাইরে উচ্চ শিক্ষা গ্রহণ করে পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করেছেন।
নবাবগঞ্জের আঠারো গ্রামের মেয়ে মারীয়া টিনা গমেজ। তিনি ডিসিনিউজকে বলেন, ‘নটর ডেম বিশ্ববিদ্যালয় হতে আমরা শিখেছি সততা, নম্রতা ও ভদ্রতা। আমার আজকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছে আমার পিতামাতা এবং শিক্ষক-শিক্ষিকা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার দৃষ্টিতে নটর ডেম বিশ^বিদ্যালয় একটি অন্যতম প্রাইভেট বিশ^বিদ্যালয়। এখানে ঠিক মতো ক্লাস, শিক্ষকদের লেকচার অনুসরণ, এসাইনমেন্ট এবং পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করলে ভালো ফলাফল অর্জন অনেকটাই সহজ হয়।’
টিনা ফিন্যান্স বিষয়ে বিবিএ স্নাতক সম্পন্ন করেছেন। ফিন্যান্স বিষয়ে এমবিএ করতে চান। সমাজের অবহেলিত নারীদের নিয়ে কাজ ভবিষ্যতে কাজ করতে চান। তিনি ৪ এর মধ্যে সিজিপিএ পেয়েছে ৩.৫০।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, এনডিইউবি’র রেজিষ্টার ফাদার আদম এস পেরেরা সিএসসি, হলি ক্রস যাজক সংঘের সুপিরিয়র জেনারেল ফাদার রবার্ট এল, এপিং সিএসসি, এনডিইউবি’র ট্রাষ্টিজ-এর চেয়ারম্যান ফাদার জেমস ক্রুজ সিএসসি, কোষাধ্যক্ষ ফাদার যোসেফ এস, পিশাতো, এসএসসি, রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিওসহ বিভিন্ন ব্রতধারী-ব্রতধারিণী এবং নিমন্ত্রিত অতিথিগণ।
উল্লেখ্য যে, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হলি ক্রস ফাদারদের সিদ্ধান্ত ও বাংলাদেশের বিশপগণের সহযোগিতায় যাত্রা শুরু হয়। ২০১২ সালে বোর্ড অব ট্রাস্টিজ গঠন করা হয়। ২০১৩ সালের ১৯ এপ্রিল সরকার ও ইউজিসি-র অনুমোদন লাভ করার পরে ২০১৪ সালের ৪ ডিসেম্বর নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পাঠদান কর্মসূচি গ্রহণ করে। প্রথম সমাবর্তন অনুষ্ঠান নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র জন্য একটি মাইল ফলক।