শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রাক-বড়দিন উদযাপন
ডিসিনিউজ|| ঢাকা
ঢাকা ক্রেডিট চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে প্রাক্-বড়দিন উদযাপন এবং বার্ষিক রিপোর্ট কার্ড অভিভাবকদের প্রদান করা হয়।
১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের মনিপুরীপাড়ায় চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে প্রাক্বড়দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে অভিভাবক, শিশু এবং সেন্টারের শিক্ষকদের বিজয় দিবস এবং বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ডিসি চাইল্ড কেয়ার প্রকল্পটি শুরু করা অনেক চ্যালেঞ্জিং ছিল। সমাজিক দায়বদ্ধতা থেকেই আমারা এই প্রকল্পটি গ্রহণ করি। আরম্ভ করার এক বছর পরে একজন মা অভিভাবক আমাকে বলেছিলেন, এই প্রকল্প লাভজনক না হলেও যেন এই প্রকল্পটি বন্ধ না করি।’
প্রধান অতিথি আরো বলেন, সন্তানের ভালো যত্নের কথা চিন্তা করে অনেক নারীকে প্রসবের পরেই চাকরি ছেড়ে দিতে হয়। তখন মায়েরা তাদের ক্যারিয়ার উন্নয়নের বিষয় চিন্তা করতে পারেন না। ঢাকা ক্রেডিট জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশুদের সেবা দিয়ে যাচ্ছে এবং চাকরিজীবী মায়েদের ক্যারিয়ার গঠন করতে সাহায্যে করছে। প্রত্যেকটি ভালো মানুষ দেশের সম্পদ উল্লেখ করে প্রেসিডেন্ট শিশুদের প্রতি সর্বোচ্চ যত্ন নিওয়ার পরামর্শ দেন।
সারা বছর নিরলস পরিশ্রম করার জন্য প্রেসিডেন্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘সন্তান লালন-পালনের দায়িত্ব শুধু মায়ের নয়, বাবাকেও সন্তান লালন-পালনের দায়িত্ব নিতে হবে’ বলেন বিশেষ অতিথি প্রথম আলো পত্রিকার যুগ্ন সম্পাদক সোহরাব হাসান।
তিনি বলেন, এই ডে কেয়ার সেন্টারে শিশুরা আনন্দে এবং নিরাপদে বেঁড়ে উঠছে। কারণ, একসাথে ৫০ জন শিশু বেড়ে উঠলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। একসাথে খেলাধুলা করতে পারে। এতে করে শিশুর মানসিক বিকাশ ঘটে। এখাকার শিক্ষকেরা সন্তানদেরক নিজের সন্তান মনে করেই যত্ন করে থাকেন। সুতরাং এই শিশুদের গড়ে তোলার কৃতিত্ব এখানকার শিক্ষকদের।
‘একটি ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে সততা, পরিশ্রম ও একাগ্রতা প্রয়োজন যা ঢাকা ক্রেডিটের রয়েছে। আপনাদের যাদের সন্তান এখানে রয়েছে তারা অন্য মানুষকে বলবেন এই প্রতিষ্ঠানের কথা। এখানে ঢাকা শিশুদের বেড়ে ওঠার জন্য সকঃল ব্যবস্থা রয়েছে,’ বলেন বিশেষ অতিথি হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু মার্কুজ গমেজ ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের ওয়েব পেইজ উদ্বোধন করার পর শিশুদের সাথে মিলে কেক কাটেন। পরে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। পরে শিক্ষকরা প্রত্যেক অভিভাবকের হাতে তাদের নিজ নিজ সন্তানের বার্ষিক রিপোর্ট কার্ড তুলে দেন।
প্রাকবড়দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, চিফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন।
প্রিন্সিপাল ডালিয়া অভিভাবকদের প্রাকবড়দিন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিক্স ডিসি নিউজকে জানান, সেন্টারে সকল সম্প্রদায়ের উৎসব, জাতীয় দিবস ও অন্যান্য তাৎপর্যপূর্ণ কৃষ্টিকালচারের চর্চার ঐতিহ্য পালনের বিষয়ে বলেন। এতে শিশুরা সকল মানুষকে শ্রদ্ধা করতে শিখবে ও সবার প্রতি সহনশীলতা বাড়বে।