ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পরলোকে ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইলারিয়াস রোজারিও

পরলোকে ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইলারিয়াস রোজারিও

0
527

ডিসিনিউজ || ঢাকা

ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইলারিয়াস রোজারিও গতকাল সকাল ১১টায় মারা গেছেন। তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর।
ইলারিয়াস রোজারিও তেজগাঁও ধর্মপল্লীর অধীনে দক্ষিণ বেগুনবাড়ির পালপাড়ার অধিবাসী। তাঁর ছেলে ঢাকা ক্রেডিটের পাগাড় সেবাকেন্দ্রের ম্যানেজার প্রফুল্ল রোজারিও। আজ অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ইলারিয়াস রোজারিও’র ছেলে ফাদার প্রভাস রোজারিও, এসজে।
ফাদার প্রভাস উপদেশে বলেন, ‘আমার বাবা ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ৫৭টির মতো নাটক পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন। ভালো অভিনেতাও ছিলেন। তিনি ভালো ফুটবল লেখতেন এবং বিভিন্ন জায়গায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার প্রর্থনাশীল জীবন আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণীত করেছে।’
দুপুর দুইটার দিকে ইলারিয়াস রোজারিওর মর দেহ তেজগাঁও গির্জার কবরস্থানে সমাধিস্থ করা হয়। এই সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ডিরেক্টর সজল যোসেফ গমেজ, সলোমন ইগ্নেসিয়াস রোজারিও ও ঢাকা ক্রেডিটের বিভিন্ন সেবাকেন্দ্রের ম্যানেজার ইলারিয়াস রোজারিওর কবরে শেষ শ্রদ্ধা জানান। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মৃত্যুকালে ইলারিয়াস রোজারিওর স্ত্রী বেলা রোজারিও, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।