শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত হলেন বাদল রড্রিক্স
ডিসিনিউজ || মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের শুলপুর ধর্মপল্লীর শুলপুর গ্রামের বাদল ফ্রান্সিস রড্রিক্স শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে এবং লিভারে সমস্যাজনিত কারণে ঢাকার স্কায়ার হাসপাতালে মারা যান।
আজ (৭ জানুয়ারি) দুপুর ১টায় শুলপুর ধর্মপল্লীতে খ্রিষ্টযাগের পরে কবরস্থানে তাকে সামাহিত করা হয়।
খ্রিষ্টযাগে বাণী সহভাগিতায় সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু বাদল ফ্রান্সিস রড্রিক্সেও বিষয়ে বলেন, ‘বাদল দাদা তার কর্ম জীবনের মানব কল্যাণে সময় ব্যয় করে গেছেন। তিনি সর্বদা মন্ডলীর যুবক-যুবতী, রাস্তা-ঘাট, সমাজিক উন্নয়নের পরিকল্পনাগুলো সকলের সাথে সহভাগিতা করতেন এবং বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করেছেন। সেই সাথে নতুন কিছু করার সাহস দেখিয়েছেন।’
সমাজ সেবক বাদল রড্রিক্স জীবিতকালে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মুন্সিগঞ্জের শুলপুর শাখার সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি শুলপুর ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে সেবা দিয়েছেন। ঢাকা ক্রেডিটের একজন উপদেষ্টা হিসেবেও তিনি অবদান রেখেছেন।
তিনি মৃত্যুকালে রেখে গেছেন মা, স্ত্রী চম্পা কেরোলিনা রডিক্স এবং দুই মেয়ে। সেই সাথে রেখে গেছেন আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণাগ্রাহী।
বাদল রড্রিক্সেকে সমাহিত করার পরে ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া এবং সেক্রেটারিয়েট ম্যানেজার স্বপন রোজারিও ফুলের তোর দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষে বনানী থানার সভাপতি সেবাষ্টিন বাড়ৈ এবং লক্ষ¥বাজার শাখার সাধারণ সম্পাদক ভিক্টর রে শেষ শ্রদ্ধা জানান। এ ছাড়া দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো- অপারেটিভ হাউজিং সোসাইটিসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জনান।
সমাজ সেবক বাদলের শেষ কৃত্যের খ্রিষ্টযাগে উপস্থিত হওয়ার জন্য পাল-পুরোহিত লিন্টু কস্তা সকলকে ধন্যবাদ জানান।