ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ইরানে ১৮০ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

ইরানে ১৮০ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

0
505

ইউক্রেনের একটি বিমান ১৮০ জন যাত্রী নিয়ে ইরানে বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

ইরান এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাতের সাথে এই বিমান দুর্ঘটনার কোন সম্পর্ক আছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়।

যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

“বিমানটিকে আগুন ধরছে কিন্তু আমরা উদ্ধারকারীদের সেখানে পাঠিয়েছি। আমরা হয়তো কিছু যাত্রীর জীবন বাঁচাতে পারবো,” ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন দেশটির জরুরী সেবার প্রধান কর্মকর্তা। (বিবিসি বাংলা)