শিরোনাম :
দাম্পত্য জীবন নিয়ে ফাদার মিন্টুর নতুন বই
ডিসিনিউজ, ঢাকা
বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে নতুন বই লিখেছেন ড. ফাদার মিন্টু লরেন্স পালমা। তিনি বাংলাদেশ মন্ডলীতে আন্তঃধর্মপ্রদেশীয় ম্যারেজ ট্রাইবুনালের জুডিশিয়াল ভিকার ও ঢাকা কাথলিক মহাধর্মপ্রদেশের খ্রিষ্টীয় পারিবারিক পারমর্শকেন্দ্রের পরিচালক। তাঁর বইয়ের নাম ‘বিবাহ ও দাম্পত্য জীবনের মূলধন’। বিয়াল্লিশ পৃষ্ঠার চাররঙা বইটিতে রয়েছে ছবিসহ ৪০টি টিপস্ বা কৌশল যার মধ্যে রয়েছে বিবাহ ও দাম্পত্য জীবনের বন্ধন দৃঢ়তর এবং আনন্দময় করার পদ্ধতি।
বিবাহের বিশ্বস্ততা বিষয়ে তিনি বইটিতে লিখেন-
‘দাম্পত্য দায়িত্বে যে থাকে বিশ্বস্ততা ও সৎ
শান্তি ও আনন্দে চলে সংসার জীবনের রথ।’
ক্ষমা ও ধৈর্য বিষয়ে উল্লেখ করেন,
‘প্রেম ও ত্যাগ, ক্ষমা ও ধৈর্য দাম্পত্য
সুখের মূল স্তম্ভ
আরো হয় সুখ উপভোগ, যদি না রাখ
স্বার্থ সান্দেহ দম্ভ’।
আরো রয়েছে,
‘স্ত্রীর প্রতি যে স্বামী দেখায় পেশীবল
প্রমাণ করে সেই স্বামী পুরুষ হিসাবে দুর্বল।’
‘স্ত্রীর-স্বামীর কাজে-সাজে পরস্পরে
যত হবে প্রশংসা
বাড়বে তাতে দু’জনার মধ্যে
শ্রদ্ধা-সম্মান, আস্থা ও ভালবাসা’।
বিবাহ ও দাম্পত্য জীবন সম্পর্কে ছন্দ মিলিয়ে বইটিতে এরকম কমপক্ষে ৪০টি টিপস রয়েছে। ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি বইটির বাণীতে লিখেছেন, ‘বিবাহ ও পরিবার নিয়ে বর্তমানে মন্ডলীর একটা বড় ভাবনা। বিগত বছরগুলোতে এই বিবাহ ও পরিবার নিয়ে বিশ^মন্ডলীতে অনেক আলোচনা ও পরিকল্পনা হয়েছে এবং সর্বজনীন মন্ডলীর সাথে এশিয়ান এবং আমাদের বাংলাদেশ স্থানীয় মন্ডলীও জোরালেভাবে এই সেবাকাজে ফলপ্রসু ভূমিকা রয়েছে। বিগত দীর্ঘদিন ধরেই ফাদার মিন্টু লরেন্স পালমা বিবাহ ও পরিবার সেবাকাজে সম্পৃক্ত রয়েছেন। বিবাহ ও পরিবারের ওপর পুস্তিকাটি ছোট হলেও এর মধ্যে ছোট ছোট সুন্দর যে টিপস্গুলো রয়েছে তা বিবাহ প্রস্তুতিতে যুবক-যুবতীদের জন্য এবং দাম্পত্য জীবনে স্বা-স্ত্রী এবং পরিবারে সবার জন্যই অনেক দিকনির্দেশনা ও চেতনা জোগাবে আশা করি।’
ড. ফাদার মিন্টু লরেন্স পালমা বইটির বিষয়ে উল্লেখ করেন, ‘বর্তমান বাস্তবতায় বিবাহ, দাম্পত্য ও পরিবার জীবন নিয়ে সবারই অনেক ভাবনা। অনেক বিবাহ ভেঙে যাচ্ছে, দাম্পত্য জীবনে অনেক দ্বন্দ্ব ও ভুলবোঝাবুঝি চলছে, পারিবারিক জীবনেও অনেক অশান্তি বিরাজমান। পবিত্র বন্ধনের ও প্রতিশ্রুতি রক্ষার ও পালনের এই জীবনে যে মূলমন্ত্র নিয়ে সারা জীবন চলতে হবে, তার সম্বন্ধে চেতনা ও প্রতিদিনের চর্চা দরকার। এই ছোট প্রস্তিকাটিতে আমি তারই কিছু টিপস্ রাখছি।’
বইটির তেজগাঁও গির্জায় পাওয়া যাচ্ছে। মূল্য ১০০ টাকা।