ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে শুভেচ্ছা জানালেন ধরেন্ডা ক্রেডিটের নেতৃবৃন্দ

ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে শুভেচ্ছা জানালেন ধরেন্ডা ক্রেডিটের নেতৃবৃন্দ

0
1028

ডিসিনিউজ || ঢাকা

আজ সাভারের ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়াসহ ঢাকা ক্রেডিটের বোর্ড কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, ভাইস-প্রেসিডেন্ট রবার্ট প্রদীপ রোজারিও, সেক্রেটারি নয়ন জি রোজারিও ও ট্রেজারার বিকাশ কোড়াইয়া।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁদের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সমবায় আন্দোলনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ধরেন্ডা ক্রেডিট। এই সমিতিটিতে নির্বাচন হয় না, সিলেকশনের মাধ্যমে বোর্ড গঠন হয়। ধরেন্ডাবাসীর মধ্যে এই ঐক্য সত্যিই প্রশংসনীয়। এই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া। ঢাকা ক্রেডিট ও হাউজিং সোসাইটির কর্মকর্তাগণ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

[wp1s id=”11441″]