ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মুজিব বর্ষ উপলক্ষে বিসিএ’র শীতবস্ত্র বিতরণ

মুজিব বর্ষ উপলক্ষে বিসিএ’র শীতবস্ত্র বিতরণ

0
465

ডিসিনিউজ || ঢাকা
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ) শীতবস্ত্র বিতরণ করছে।
এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ডিসিনিউজকে আজ বলেন, ‘আমরা দিনাজপুরের ঘোড়াঘাট, বগুড়ার শেরপুর, নেত্রকোনার বিরিশিরি, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, মৌলভিবাজারের শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে মুজিব বর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিসিএ’র শাখার মাধ্যমে বিতরণ করছি। জাতিরজনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি কাজ করেছেন। তাঁর জন্মশত বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।’
তিনি জানান, এ বছর চারশত কম্বল বিতরণ করা হচ্ছে। বিসিএ’র শাখা সংগঠন এবং কয়েকটি প্রতিষ্ঠান থেকে তারা আর্থিক সহযোগিতা নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরো জানান, এ ছাড়া মুজিব বর্ষ উপলক্ষে বিসিএ’র মাধ্যমে বিভিন্ন জেলায় দশ হাজার বৃক্ষ রোপণ করা হবে। রয়েছে রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
তিনি বলেন, চার্চের পক্ষে মুজিব বর্ষ উদযাপন করা হবে সেখানে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সব ধরনের সহযোগিতা করবে।

[wp1s id=”11554″]