শিরোনাম :
কক্সবাজারে খ্রীষ্টান কিশোরী ধর্ষণের শিকার
ডিসিনিউজ:
কক্সবাজারের চকরিয়ায় হেব্রোন মিশনারী বালিকা হোস্টেলের এক খ্রীষ্টান কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটির বয়স ১৪ বছর। সে লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ব্যাপ্টিষ্ট চার্চের সদস্য।
হোস্টেলের ইনচার্জ গ্রেনার ত্রিপুরা ডিসিনিউজকে বলেন, ‘গত শুক্রবার রাত সাড়ে আটটায় আমাদের হোস্টেল চত্তরে একটি অনুষ্ঠান চলাকালে মেয়েটি পানি খেতে নলকূপের কাছে যায়। তখন সে ধর্ষণের শিকার হয়। অভিযুক্ত ধর্ষকের নাম মিশু বড়ুয়া (২১)। তার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ তাকে গ্রেফতার করেছে।’
মেয়েটিকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মিশু বড়ুয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। তিনি ডিসিনিউজকে বলেন, ‘খ্রীষ্টান কিশোরী ধর্ষণের ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে বলতে চাই, ধর্ষকের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং কোনোভাবে যেন তাকে ছাড় দেওয়া না হয়। আমাদের মা-বোন যেন আর ধর্ষিত না হয়- এটা আমাদের দাবী।’
আরো পড়ুন:
নবনির্বাচিত মেয়রদ্বয়কে অভিনন্দন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের