ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দশ দিন ধরে নিখোঁজ খ্রিষ্টান কিশোর উইলসন মজুমদার

দশ দিন ধরে নিখোঁজ খ্রিষ্টান কিশোর উইলসন মজুমদার

0
1591

ডিসিনিউজ || ঢাকা
দশ দিন ধরে নিখোঁজ উইলসন মজুমদার সেতু। পনের বছর বয়সী উইলসন বরিশালের অক্সফোর্ড মিশন হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে থাকতো বরিশাল অক্সফোর্ড মিশন হোস্টেলে। তাদের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ার জোয়ারিয়া পাথরঘাটা গ্রামে। সে বাবুল মজুমদার ও নমিতা মজুমদারের ছেলে।
মা নমিতা মজুমদার কেঁদে ডিসিনিউজকে মুঠোফোনে বলেন, ‘আমার ছেলে দশদিন ধরে বরিশাল অক্সফোড মিশন হোস্টেল থেকে নিখোঁজ। কোথায় গেছে জানি না। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, থানায় জিডি করেছি। অনেক খোঁজাখুজি করেও ছেলেকে পাচ্ছি না।’
তারা অক্সফোড মিশন চার্চের সদস্য। তাদের দুই ছেলে এক মেয়ে নিয়ে সংসার। ছেলেকে ভাল পড়ানোর আশায় দিয়েছিলেন এই হোস্টেলে। কিন্তু তাদের ছেলে উইলসন সেখান থেকে নিখোঁজ হওয়ায় নমিতা ও তার পরিবারের সদস্যরা খুবই দুশ্চিন্তায় দিন পার করছেন।
নমিতা অনুরোধ করেন, কেউ যদি তার ছেলের সন্তান পান, তাহলে যেন নিম্নে উল্লিখিত মোবাইল নম্বরে ফোন করে জানানো হয়। ০১৭৭৫২৯৭৮২২, ০১৩০৯৩৮১৮৭৫