ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের বসন্তবরণ ও ভালবাসা দিবস পালন

ঢাকা ক্রেডিটের বসন্তবরণ ও ভালবাসা দিবস পালন

0
921

ডিসিনিউজ ॥ ঢাকা

প্রকৃতিতে লেগেছে দোলা। বনে বনে ফুটেছে ফুল, বইছে মৃদুমন্দ বাতাস। লেগেছে আগুন বনে বনে, পাখির কন্ঠে গান। এরপরও ফুল ফুটুক আর নাইবা ফুটুক, আজ বসন্ত।

সেই সাজে সেজেছে বাংলার রূপ। সেজেছে জনমানব, প্রতিষ্ঠান এবং বৈচিত্র্য প্রেমিরা। সেই ধারায় সেজেছে ঢাকা ক্রেডিট। ঋতুরাজ বসন্তকে বরণ করতে এবং ভালবাসা দিবসকে পূর্ণ করতে ঢাকা ক্রেডিট আয়োজন করে পহেলা ফাগুনের বা বসন্ত বরণ ও ভালবাসা (ভেলেন্টাইন ডে) দিবসের অনুষ্ঠান।

১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিট কর্মী ডিউক সব্যসাচী মজুমদার ও চম্পা গমেজের সঞ্চালনায় বসন্তের ও ভালবাসা দিবসের ছোট অনুষ্ঠানটি হয় প্রাণবন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী অফিসার (সিইও) লিটন টমাস রোজারিও, সিও সুদান গাইন, জোনাস গমেজ, মার্ক খোকন কস্তাসহ ঢাকা ক্রেডিটের সকল কর্মীবৃন্দ।

বসন্তের গান ও নৃত্যে বসন্তকে বরণ করে সবাই ভালবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে সিইও লিটন টি রোজারিও শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। প্রধান অতিথি পংকজ গিলবার্ট সকল কর্মীকে শুভেচ্ছা জানিয়ে বসন্তবরণ ও ভালবাসা দিবসের অনুভূতি প্রকাশ করেন।

পহেলা ফাগুন ও ভালবাসা দিবসের চিহ্ন হিসেবে কর্মীরা লাল পাঞ্জাবি ও শাড়ি পরে বসন্তের রূপ আরো বাড়িয়ে তোলে।

[wp1s id=”11748″]

আবাহমান বাংলার চিরচেনা বৈচিত্র্যের সেরা ঋতু বসন্ত। তাইতো একে বসন্তরাজ বলা হয়। ফাল্গুন-চৈত্র মিলে ঋতুরাজ বসন্ত। কোকিলের ডাকই মনে করিয়ে দেয় প্রকৃতিতে বসন্ত এসেছে। বাঙালিরা ঐতিহ্যগত অনুষ্ঠানের মধ্যে বসন্ত বরণ বা পহেলা ফাগুনকে একটু বিশেষভাবেই পালন করে। যেহেতু ফাল্গুন-চৈত্র নিয়ে বসন্ত কাল, তাই ফাল্গুনের প্রথম দিন হওয়াতে একে ফাগুনের অনুষ্ঠান বা পহেলা ফাগুনও বলা হয়।

এ বছর পহেলা ফাগুন ও ভালবাসা দিবস একই দিন হওয়াতে বাঙালির আনন্দের বহির্প্রকাশটা একটু অন্যরকম ভাবেই প্রকাশ পাচ্ছে।

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পহেলা ফাল্গুন উদযাপন

ঢাকা ক্রেডিটের প্রকল্প ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পহেলা ফাল্গুন উদযাপন করেন সেন্টারের টিচার ও শিশুরা। ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিক্সের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অফিসার সুইটি পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের মনিপুড়িপাড়া শাখার ম্যানেজার বিপুল টি গমেজ। সুইটি পিউরীফিকেশন শিশুদের পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ফাল্গুনের আনন্দ আমাদের সকলের মধ্যে সব সময় বিরাজ করুক। শিশুরা তোমরা সুস্থ থাক এই কামনা করি।’ পহেলা ফাল্গুন উপলক্ষে সেন্টারের শিশুরা আলোচনায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পহেলা ফাল্গুন উদযাপন
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পহেলা ফাল্গুন উদযাপন করা হয়েছে। পহেলা ফাল্গুন উপলক্ষে স্কুলের শিক্ষার্থীরা আলোচনায় ও গানে অংশ নেয়। স্কুলটির প্রিন্সিপাল আনন্দ চৌধুরী বলেন, স্কুলের শিক্ষার্থীদের আমরা পহেলা ফাল্গুন কী, কেন উদযাপন করা হয় এই বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে।