শিরোনাম :
বর্ণিল আয়োজনে মনিপুরীপাড়া খ্রিস্টান সমাজের রজত জয়ন্তী পালন
ডিসিনিউজ ॥ ঢাকা
মনিপুরীপাড়া খ্রিস্টান সমাজ পালন করেছে ২৫ বছরের রজত জয়ন্তী উৎসব।
১৪ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুর সিবিসিবি সেন্টারে সংগঠনের সদস্যদের নিয়ে বর্ণিল আয়োজনের মাধ্যমে জুবিলি অনুষ্ঠান পালন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজের সভাপতিত্বে জুবিলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, তেজগাঁও চার্চের সহকারী পাল-পুরোহিত মিন্টু এল পালমা, মনিপুরীপাড়া খ্রিস্টান সমাজের সেক্রেটারি গিলবার্ট গমেজ, জুবিলি অনুষ্ঠানের আহ্বায়ক রোনাল্ড শীতল গমেজ, সংগঠনের নারী কমিটির আহ্বায়ক শান্তি কোড়াইয়াসহ আরো অনেকে।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অতিথিরা সকালে জুবিলি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ফাদার মিন্টুর প্রার্থনার মাধ্যমে শুরু হয় জুবিলি অনুষ্ঠানের মূল পর্ব।
এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জুবিলি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। মনিপুরীপাড়া খ্রিস্টান সমাজের জুবিলি অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, যেকোনো আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি সংগঠনের ২৫ বছরের জুবিলি সত্যিই অনেক গর্বের ও আনন্দের। যারা ২৫ বছর পূর্বে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল, আজ তার উত্তরসূরীরা সুফল ভোগ করছে।
‘প্রতিষ্ঠাকালীন সময়ে এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে এই সংগঠন এগিয়ে চলেছে, এখন চ্যালেঞ্জগুলো পরিবর্তন হয়ে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র হলো ফার্মগেট এলাকা। আর এই এলকায় মনিপুরীপাড়া হলো সবচেয়ে সুন্দর ও নিরাপদ আবাসিক এলাকা। তাই এখানে চ্যালেঞ্জগুলোও বেশি। এ জন্য আমাদের সব সময় সংগঠিত থাকতে হবে’ বলেন বক্তারা।
তারা আরো বলেন, ‘মনিপুরীপাড়া খ্রিস্টান সমাজের উদ্যোগে নানা ধরনের কর্মসূচী নেওয়া ও অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা প্রশংসনীয়। আমরা এই সংগঠনের সকল কার্যক্রমের সাধুবাদ জানাই।’
জুবিলি অনুষ্ঠান ঘিরে ছিল উদ্বোধনী নৃত্য ও সমবেত সঙ্গীত, বরণানুষ্ঠান ও আসন গ্রহণ, প্রয়াতদের স্মরণে নিরবতা, সম্মাননা প্রদান, লটারী ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুবিলি অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সংগঠনের পক্ষ থেকে মনিকণ্ঠ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।