ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য পোপ মহোদয়ের প্রার্থনা

করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য পোপ মহোদয়ের প্রার্থনা

0
2010

সম্প্রতি সাধু পিতরের চত্বরে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত অসুস্থদের কাছাকাছি যেতে আমি ইচ্ছা করি এবং তাদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এ রোগের যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন ঈশ্বর যেন তাদের অনন্ত শান্তি দান করেন, শোকার্ত পরিবারকে দেন সান্ত্বনা এবং চীনবাসীদের এই মহামারীরূপ রোগের বিরুদ্ধে সংগ্রাম করতে শক্তি দান করুক।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার ও আক্রান্ত করা ক্ষমতা খুব বেশী। করোনা ভাইরাসে আক্রান্ত হলে নিমোনিয়া হতে পারে, যা মৃত্যু ডেকে আনে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ১৬৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ। 

বিশ্বের প্রায় ২৬ টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নতুন করে সংক্রমণের হার কমেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার চীনের স্বাস্থ্য কমিশন জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯ জন সংক্রমিত হয়েছে। যা আনুপাতিক হারে আক্রান্তের সংখ্যা কমছে।