শিরোনাম :
কমোডিটি ঋণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ১৫ এপ্রিল, ২০২০ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধে লকডাউনের ফলে মধ্যবিত্ত ও সাময়িকভাবে দুর্দশাগ্রস্থ সদস্যদের আর্থিক সমস্যা কিছুটা নিরসন কল্পে সমিতির সদস্যদের সীমিত পর্যায়ে খাদ্যদ্রব্য ক্রয় এবং অত্যাবশ্যকীয় প্রয়োজন মিটানোর জন্য নিম্ন লিখিত শর্ত ও নীতিমালার আওতায় কমোডিটি লোন প্রদান করা হবে।
১. ঋণ গ্রহীতাকে অবশ্যই ক্রেডিট সদস্য হতে হবে এবং ইউনিয়ন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট আবেদন পত্রের মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে হবে।
২. আগামী ১০ মে, ২০২০ খ্রিষ্টাব্দ থেকে ঋণের আবেদনপত্র সমিতির ওয়েব সাইট www.cccul.com অথবা https://bit.ly/2YJxGYN এ পাওয়া যাবে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এ আবেদনপত্র ব্যবহার করা যাবে। তাছাড়া আগামী ১০ মে, ২০২০ খ্রিষ্টাব্দ থেকে (সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত, শুক্রবার ব্যতিত) প্রধান কার্যালয়সহ সেবাকেন্দ্র থেকে এই ঋণের আবেদন পত্র সংগ্রহ করা যাবে। ঋণের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ১৭ মে, ২০২০ খ্রিষ্টাব্দ থেকে (সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত, শুক্রবার ব্যতিত) প্রধান কার্যালয়সহ সেবাকেন্দ্রে জমা প্রদান করা যাবে।
৩. শুধু মাত্র করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ সদস্যদের খাদ্যদ্রব্য, চিকিৎসা ও অন্যান্য জরুরী প্রয়োজনের নিমিত্তে এই ঋণ প্রদান করা হবে।
৪. শেয়ার, বিভিন্ন সঞ্চয়ী আমানত ঋণের জামিন হিসাবে বিবেচিত হবে। ক্ষেত্র বিশেষ সাধারণ ঋণের নীতিমালা অনুসারে নিজের ও পরিবারের সদস্যের এমআইসিআর চেকের মাধ্যমে এ ঋণ দেয়া হবে।
৫. এক পরিবারের শুধুমাত্র একজন সদস্য এ ঋণের জন্য আবেদন করতে পারবেন; একই পরিবারের একাধিক সদস্যকে এই ঋণ প্রদান করা হবে না।
৬. সাধারণ ঋণ থাকা অবস্থায়ও এই ঋণের জন্য আবেদন করা যাবে।
৭. নিজে অথবা পরিবারের কোন সদস্য খেলাপী থাকলে এই ঋণের সুযোগ পাবেন না।
৮. ঋণ গ্রহণের ক্ষেত্রে সদস্য পদের বয়স বিবেচিত হবে না। তবে শেয়ার কমপক্ষে ১,২৫০.০০ টাকা থাকতে হবে (ফেব্রয়ারি-২০২০ পর্যন্ত)।
৯. কোন সদস্য বা তার পরিবার মূল্যছাড়ে পণ্য বিতরণ কার্যক্রমের আওতায় আসলে কমোডিটি লোন গ্রহণ করতে পারবেন না।
১০. যে সকল সদস্য মূল্যছাড়ে পণ্যের জন্য আবেদন করে মূল্যছাড়ে পণ্য পাননি তারা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।