শিরোনাম :
হিল্লোল রেমা করোনায় আক্রান্ত
ডিসিনিউজ ।। ঢাকা
কোভিড-১৯-এ (করোনা ভাইরাস) আক্রান্ত হয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান আইনজীবী এসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট হিল্লোল টাইটাস রেমা।
হিল্লোল রেমা বর্তমানে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হিল্লোল রেমার ছেলে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তার পরিবার হিল্লোল রেমা সুস্থতার জন্য সকলের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।
হিল্লোল রেমা উচ্চ আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিসিনিউজ.আরবি.এসকে/১৩ মে, ২০২০