ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ধর্মপল্লী ও সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়ণের উদ্যোগে ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ধর্মপল্লী ও সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়ণের উদ্যোগে ত্রাণ বিতরণ

0
394

সুবর্ণ পাথাং ॥ শ্রীমঙ্গল
করোনা ভাইরাস মোকাবেলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল ক্যাথলিক ধর্মপল্লী ও সেন্ট যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ণের উদ্যোগে ত্রাণ বিতরণ হয়েছে। সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ণের ফুলছড়া গারো লাইনে মাঠে ৬টি গ্রামের ১৩৫ জনকে খাদ্য প্যাকেট তুলে দেওয়া হয়। যার মধ্যে ৪২ জন মিশনের ও ৯৪ জন ক্রেডিট এর পক্ষ থেকে একযোগে খাদ্য প্যাকেট গ্রহন করে।
উক্ত এই ত্রাণ বিতরণে শ্রীমঙ্গল ধর্মপল্লী ও সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়ণের চেয়ারম্যান পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি ও ক্রেডিট ম্যানেজার ডমিনিক সরকার রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ বিজয় এনডিক্রুজ, ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম, ক্রেডিট ট্রেজারার ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও সিএসসি, সেক্রেটারী সামুয়েল যোসেফ হাজং, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপধর্মপল্লীর ফাদার গাব্রিয়েল কোরাইয়াসহ কয়েকজন সিস্টার ও ক্রেটিড ইউনিয়নের স্টাফবৃন্দ।
সেন্ট যোসেফ ক্রেডিট ইউনিয়ণের উদ্দেশ্য ৪০০ সদস্যদের মধ্যে এই খাদ্য প্যাকেট তুলে দিবে। খাদ্য প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল ও লবণ।
এদিকে খাদ্য প্যাকেট বিতরনের পড়েই ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও সিএসসি কাটিখিস্ট শিক্ষকদের হাতে স্কুলের ছেলেমেয়ের জন্য বিস্কুটের প্যাকেট তুলে দেন।