ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ৪ জন খ্রিষ্টভক্তের করোনায় মৃত্যু, উপসর্গে মৃত্যু আরো ৫ জনের (ছবি)

৪ জন খ্রিষ্টভক্তের করোনায় মৃত্যু, উপসর্গে মৃত্যু আরো ৫ জনের (ছবি)

0
7047

সুমন কোড়াইয়া || ঢাকা
অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। এই পর্যন্ত করোনাভাইরাসের আক্রমণে বাংলাদেশে কমপক্ষে তিনজন খ্রিষ্টভক্ত মারা গেছেন। আমেরিকায় বাংলাদেশি প্রবাসী খ্রিষ্টভক্ত মারা গেছেন একজন।
বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৫০ জন খ্রিষ্টভক্ত। তার মধ্যে খ্রিষ্টান ডাক্তার এডুয়ার্ড পল্লব রোজারিও, সাংবাদিক ভিক্টর কে রোজারিও, আইজীবী হিল্লোল রেমা প্রমুখ। তাদের মধ্যে অনেকে সুস্থও হয়েছেন।
৫ মে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মহাখালীর অবসরপ্রাপ্ত পুরুষ নার্স অজিত কুমার চাকমা। তাঁর স্থায়ী নিবাস রাঙ্গামাটি জেলার সদরে। ১৮ মে করমতলা খ্রীষ্টিয়ান হাসপাতালের ম্যানেজার রাফায়েল বিশ্বাস মারা যান। সর্বশেষ সাভারের কমলাপুরের রনি গমেজও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমেরিকায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি খ্রিষ্টান নারী শিলা দেছা করোনায় মারা যান। তাঁর গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদে।
চিলিতে মিশনারি হিসেবে সেবা দেওয়া হলি ক্রস ফাদার ভিনসেন্ট বি রোজারিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়েছেন।
এ ছাড়া করোনা উপসর্গে মারা গেছেন চট্টগ্রামের দুইজন খ্রিষ্টভক্ত। তারা হলেন স্ট্যানফোর্ড এ পেরেরা ও অপু গোমেজ। করোনা উপসর্গে সর্বশেষ মারা গেছেন খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের প্রধান হিসাব রক্ষক পল কস্তা। যিনি এক সপ্তাহের বেশি সময় জর, সর্দি ও শ্বাসকষ্টে ভোগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা। করোনা উপসর্গে মারা গেছেন গারো নারী রূপা চিসিম ও মারমা নারী উচিং মারমা।
বাংলাদেশে জুন ৪ নাগাদ ৭২০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, ৪ জুন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ৭৪৬ জন, আক্রান্ত হয়েছেন ৫৫,১৪০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১১,৫৯০ জন। গণমাধ্যমের তথ্য মতে, অনেকে দ্বিতীয়বারের মতোও করোনায় আক্রান্ত হচ্ছেন।
জনস হপকিন্স ইউনির্ভাসিটির তথ্য মতে, বিশ্বে ৪ জুন পর্যন্ত ১৮৮ দেশ ও অঞ্চলে মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জন। আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩ জন।


আরো ছবি

[wp1s id=”12638″]