শিরোনাম :
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু
|| ডিসি নিউজ ||
করোনাভাইরাসে ৭ জুন একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন বুলেটিনে এতথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।
দেশে শনিবার (৬ জুন) থেকে রোববার (৭ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২,৭৪৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
ফলে বাংলাদেশে এপর্যন্ত মারা গেছেন ৮৮৮ জন এবং ৬৫,৭৬৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
ডাঃ নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি ল্যাবে ১২,৮৪২টি নমুনা সংগ্রহ এবং ১৩,১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ডাঃ নাসিমা আরও জানান, করোনাভাইরাস থেকে নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৩,৯০৩ জন।
অন্যদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৮ হাজার ৩২১ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫৫ হাজার ৮৫৮ জনে।
এরমধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ৪৩০ জন এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৭৯১ জন, যা বিশ্বে সর্বোচ্চ।
গতবছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এপর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
দেশে মারা গেছেন চার জন খ্রিষ্টভক্ত। করোনা উপসর্গে দেশে খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের কর্মী পল কস্তাসহ মারা গেছেন পাঁচজন খ্রিষ্টভক্ত।