শিরোনাম :
চট্টগ্রামে উপার্জন হীন পরিবারে ওয়াইডাব্লিউসিএ’র ত্রাণসামগ্রী বিতরণ
ম্যাগডেলিন ডি’সিলভা || চট্টগ্রাম
করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় উপার্জন হারানো খেটে খাওয়া ৫০৬ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী যৌথভাবে বিতরণ করেছে ন্যাশনাল ও চট্টগ্রাম
ওয়াইডাব্লিউসিএ।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর লালখান বাজার ও পতেঙ্গা থানায় বসবাসরত ওয়াইডাব্লিউসিএ’র মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের সদস্য পরিবারের মধ্যে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান, মাস্ক ইত্যাদি।
অগ্রাধিকার ভিত্তিতে দিনমজুর, রিকশাচালক, শ্রমিক ও গার্মেন্টস কর্মীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণসামগ্রী হাতে পেয়ে ন্যাশনাল ও চট্টগ্রাম ওয়াইডাব্লিউসিএকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ত্রাণ পাওয়া সদস্যরা।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম ওয়াইডাব্লিউসিএ’র সাধারণ সম্পাদিকা মিস্ সিনথিয়া ডি’ রোজারিও বলেন, করোনা পরিস্থিতিতে উপার্জন হারানো পরিবারগুলোকে সহায়তা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের দেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারীতে কঠিন সময় পার করছে, উপার্জন হারিয়ে অনেক মানুষের জীবন আজ বিপন্ন। প্রার্থনা করি, ঈশ্বব যেন মানবজাতিকে এ মহা দুর্যোগ থেকে মুক্তি দেন।
উল্লেখ্য, নারী, কিশোরী ও শিশুদের শারীরিক, আত্মিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত ওয়াইডাব্লিউসিএ সংগঠনটি বাংলাদেশে ১৯৬১ খ্রিস্টাব্দে কয়েকজন সচেতন নারীর শুভ চিন্তা ও দূরদৃষ্টির ফসল হিসেবে স্বল্প পরিসরে যাত্রা শুরু করেছিল । আজ অবধি ওয়াইডাব্লিউসিএ বাংলাদেশে ১৩টি শাখায় অত্যন্ত সফলতার সাথে নারীদের আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে।