শিরোনাম :
১১-১৯ জুন পর্যন্ত ঢাকা ক্রেডিটের লেনদেন বন্ধ
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, বর্তমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি ঝুঁকি পূর্ণ পর্যায়ে থাকায় সরকার কর্তৃক কিছু কিছু এলাকায় রেড ও ইয়ালো এলার্ট ঘোষণা করা হয়েছে। সরকার কর্তৃক রেড ও ইয়ালো এলার্ট ঘোষিত এলাকায় আমাদের প্রধান কার্যালয়সহ কিছু সেবাকেন্দ্র রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সদস্য ও কর্মীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে আগামী ১১ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার থেকে ১৯ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্র বন্ধ থাকবে। আগামী ২০ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার থেকে সমিতির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রের কার্যক্রম সকাল ১০:০০ মি: থেকে বিকাল ৪:০০ মি: পর্যন্ত (শনিবারসহ) চলবে।
এখানে উল্লেখ্য যে, অফিস বন্ধ থাকা কালীন সময়ে লেনদেন সংক্রান্ত জরুরী প্রয়োজনে নিম্নে নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
১. মি. জোনাস গমেজ, চিফ অফিসার-০১৭০৯৮১৫৪০২
২. মি. খোকন মার্ক কস্তা, চিফ অফিসার- ০১৭০৯৮১৫৪০৭
৩. মি. স্বপন রোজারিও, ম্যানেজার- ০১৭০৯৮১৫৪০৫
করোনা (কোভিড-১৯) থেকে মুক্ত থাকার জন্য ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।