শিরোনাম :
করোনাভাইরাসে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হলো আজ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।
পাশাপাশি একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ১৭১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে।
মঙ্গলবার (০৯ জুন) দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে তিন হাজার ১৭১ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জনে।
তিনি আরও জানান, একই সময়ে আক্রান্তদের মারা গেছেন আরও ৪৫ জন। এর আগে গত রবি ও সোমবারও ৪২ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। তবে নতুন করে ৪৫ জনের মৃত্যু হওয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হলো ৯৭৫ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে বাড়ি ফিরে গেছেন আরও ৭৭৭ জন। ফলে সুস্থ হয়ে মোট বাড়ি ফিরলেন ১৫ হাজার ৩৩৬ জন।
এ সময় ভাইরাসটির সংক্রমণ থেকে রক্ষা পেতে ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই বিশ্বস্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ মেনে চলতে অনুরোধ করেন।
অন্যদিকে, জন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ১১ হাজার ১৪৭ জনে ছুঁয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে চার লাখ আট হাজার ৯৮৬ জনে দাঁড়িয়েছে।