ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনায় আক্রান্ত চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি

করোনায় আক্রান্ত চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি

0
4051

ডিসি নিউজ || ঢাকা

চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (১৪ জুন) বিকাল পাঁচটায় চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের ফেসবুক পেইজে অনলাইনে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গকালীন স্থানীয় ভিকার জেনারেল ফাদার লেনার্ড সি রিবেরু বলেন, ‘আজকে খ্রিষ্টযাগ শুরুতে সকলের নিকট প্রার্থনা চাই, আমাদের আর্চবিশপ মজেস কস্তা সিএসসির জন্য। তিনি গুরুতর অসুস্থ। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি তাঁর করোনা টেস্ট পজেটিভ রেজাল্ট এসেছে। তাঁর আরোগ্য লাভের জন্য আপনাদের নিকট প্রার্থনার অনুরোধ করি।’