শিরোনাম :
শোক বার্তা
মীনা বিশ্বাস ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৪ ই মে, ২০২০ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি একজন এমপিওভূক্ত সিনিয়র শিক্ষিকা ছিলেন। তাঁর এমপিওভূক্ত নাম্বার ১০৬৯৬৬। তিনি ১৯৬৩ সনে ঢাকার হাসনাবাদের ইউফ্রেজি’স গার্লস স্কুলে, ১৯৬৪ সনে কুমিল্লা আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুলে (সিনিয়র কেমব্রিজ), এবং ১৯৬৫ থেকে জুন- ১৯৭৫ পর্যন্ত ঢাকার ভিকারুননিসানূন স্কুলে শিক্ষকতা করেন। জুলাই-১৯৭৫ থেকে জুন- ১৯৯৫ পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে সিনিয়র শিক্ষিকা ছিলেন। এরপর মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রায় অনুসারে জুলাই – ১৯৯৫ থেকে অবসরের তারিখ ১৬ই জুলাই- ২০০৫ পর্যন্ত তিনি চাকরিতে বহাল ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে অসুস্থ অবস্থায় আমি অসহায় হয়ে পড়েছি। মীনা বিশ্বাসের দেশ-বিদেশে অবস্থানরত ছাত্র-ছাত্রী, সহপাঠী, সহকর্মী, শুভাকাঙ্খী বন্ধুবর্গ ও আত্মীয়-স্বজনদের কাছে আমি তাঁর আত্মার চির শান্তির জন্য প্রার্থনা কামনা করছি। সবার জন্য আমার শুভকামনা রইলো।
ধন্যবাদান্তে, বেনেডিক্ট বি, বি,বিশ্বাস, মীনা বিশ্বাসের স্বামী, প্রযত্নে- লিলি হাউজ, ১০৫/১ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, মোবাইল-০১৮১৭০৯০২৫২