ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ডেঙ্গু আক্রান্ত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর আর্চবিশপ মজেসের জন্য প্রার্থনার অনুরোধ

ডেঙ্গু আক্রান্ত কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর আর্চবিশপ মজেসের জন্য প্রার্থনার অনুরোধ

0
1395

ডিসি নিউজ, ঢাকা
কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস মন্টু কস্তা সিএসসির। তিনি চট্টগ্রাম থেকে এসে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে বেশ কিছুদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফার্মগেটের সেন্ট জন ভিয়ানী হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। তিনি এখনো অসুস্থ। কয়েকদিন আগে তিনিও স্কয়ার হসপাতালে ভর্তি হয়েছেন।
কার্ডিনাল প্যাট্রিক এক ক্ষুদে বার্তায় খ্রিষ্টভক্তদের অনুরোধ করেছেন আর্চবিশপ মজেসের জন্য প্রার্থনা করতে। তাঁর বার্তাটির সারাংশ হলো: ‘আর্চবিশপ মজেসের আরোগ্য লাভের জন্য খ্রিষ্টভক্তদের প্রতি অনুরোধ- আপনারা জানুপাত করে তাঁর জন্য প্রার্থনা করুন। আর্চবিশপ মজেসের সাথে সরাসরি কথা বলা যাচ্ছে না। চিকিৎসক ও নার্সদের নিকট হতে প্রতিদিন তাঁর বিষয়ে আপডেট নিচ্ছি। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আপনাদের প্রার্থনায় আমি এখন অনেকটা সুস্থ।’
প্রসঙ্গত, ১৩ জুন আর্চবিশপ মজেস এম. কস্তু খুব অসুস্থ হলে জরুরী ভিত্তিতে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই জানা যায় তিনি করোনায় আক্রান্ত।
হাসপাতাল সুত্র বলছে, আর্চবিশপ মজেসের শারীরিক অবস্থা খুব খারাপ। চিকিৎসকগণ সাধ্যমত চেষ্টা করছেন।
আর্চবিশপ মজেসের সুস্থতার জন্য প্রার্থনা করছেন খ্রিষ্টভক্ত ও তাঁর শুভানুধ্যায়ীরা।