ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক দি ফেডারেশন অব এশিয়ান বিশপস্ কনফারেন্স’র পক্ষ থেকে আর্চবিশপ মজেস এম. কস্তার...

দি ফেডারেশন অব এশিয়ান বিশপস্ কনফারেন্স’র পক্ষ থেকে আর্চবিশপ মজেস এম. কস্তার জন্য প্রার্থনা

0
486

নিউজ ডেক্স ।। ঢাকা

মায়ানমার ইয়ানগুনে অবস্থিত দি ফেডারেশন অব এশিয়ান বিশপস্ কনফারেন্স চট্টগ্রামের আর্চবিশপ মজেস এম. কস্তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। সেই সাথে সকলকে আর্চবিশপের সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

ফেডারেশনের ওয়েব সাইটে এক বিবৃতির মাধ্যমে ফেডারেশনের প্রেসিডেন্ট আর্চবিশপ চার্লস্‌ বো, এসডিবি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি তার লিখিত বিবৃতিতে বলেন, ‘আমি অত্যন্ত উদ্বেগের সাথে শুনেছি বাংলাদেশের চট্টগ্রাম আর্চ ডাযোসিসের আর্চবিশপ মজেস এম. কস্তা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সংবাদটি আঘাত হিসাবে এসেছে, কারণ আর্চবিশপ লকডাউনের সময় তার মেষদের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করেছেন।’

‘খ্রিষ্ট চ্যালেঞ্জের মুহুর্তগুলিতে আমাদের নিরাময়কারী এবং সহযোগি। এশিয়ার সমস্ত বিশপ এবং খ্রিষ্টভক্তদের পক্ষ থেকে আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই, তাঁর নিরাময়কারী হাত প্রসারিত করে আমাদের প্রিয় আর্চবিশপকে যেন সম্পূর্ণরূপে সুস্থ করে তোলেন। আমরা সব সময় তাকে প্রার্থনায় স্মরণ করবো’ বলেন তিনি।

অপরদিকে, আর্চবিশপের সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে চট্টগ্রাম ডায়োসিস তাদের ওয়েব সাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ১৩ জুন থেকে আর্চবিশস স্কয়ার হাসপাতালে ভর্তি। ১৬ জুন তার স্বাস্থ্যগত কিছুটা উন্নতি হয়েছে। কৃত্রিম অক্সিজেনের নির্ভরতা কমেছে এবং তিনি খাবারও খেয়েছেন। সেই সাথে ডায়োসিসের পক্ষ থেকে আর্চবিশপের সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান করা হয়েছে।