ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রানা দাশগুপ্ত করোনায় আক্রান্ত

রানা দাশগুপ্ত করোনায় আক্রান্ত

0
458

ডিসি নিউজ, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও তাঁর স্ত্রী শ্রী মতি রীতা দাশগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, ১৭ জুন তাঁরা করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ পান। রানা দাশগুপ্ত শারীরিকভাবে দুর্বল বোধ করলে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক বার্তায় বলেন, ‘আমরা আমাদের প্রিয় নেতা রানা দাশগুপ্ত ও তাঁর স্ত্রী শ্রী মতি রীতা দাশগুপ্ত করোনায় থেকে আরোগ্য লাভের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এটা আমাদের কাম্য।’
প্রসঙ্গত, দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষে দেশে যেকোনো সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও ক্ষতিপূরণ দাবি আদায়ে সামনের সাড়ি থেকে নেতৃত্ব দেন রানা দাশগুপ্ত। তাঁর সুস্থতায় অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে তাঁর আরোগ্য লাভের প্রার্থনা করছেন।