ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনাকালে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে নিষ্ঠাবান হওয়ার আহ্বান কার্ডিনাল প্যাট্রিকের

করোনাকালে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে নিষ্ঠাবান হওয়ার আহ্বান কার্ডিনাল প্যাট্রিকের

0
431

ডিসিনিউজ || ঢাকা

করোনার এই দুর্যোগের সময় ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।

২১ জুন, রোববার সাপ্তাহিক প্রতিবেশীর অনলাইনে ফেসবুক পেজে প্রচারিত পবিত্র খ্রিষ্টযাগের উপদেশে তিনি আরো বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাদের স্মরণ করি, যেন বিজ্ঞতা ও দূরদর্শিতা দিয়ে নিঃস্বার্থভাবে তাঁরা দেশ পরিচালনা করতে পারেন।’

 ২১ জুন বাবা দিবস উল্লেখ করে কার্ডিনাল মহোদয় বলেন, ‘প্রিয়জনেরা, আজ খুবই প্রিয় দিবস। বাবা দিবস আমাদের সংস্কৃতি-কৃষ্টির মধ্যে একটা বিশেষ স্থান রেখেছে। জন্মগতভাবে অনেকে বাবা আছেন। যারা আত্মীয়তায় এবং কোনো ব্যক্তি রূপে বাবা আছেন। অনেক বাবা আছেন, যারা আধ্যাত্মিক বাবা। আজকের এ দিনে বিশেষ করে, সেইসব বাবাদেরকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। তাদের জন্য প্রার্থনা করি যেন জাগতিক বাবা হওয়ার সাথে সাথে যেন তারা আধ্যাত্মিক বাবা হওয়ার পক্রিয়ায় দিন দিন উন্নতি করতে পারে।’

কার্ডিনাল প্যাট্রিক আরো বলেন, আর বিশেষ করে আমাদের মন্ডলীর একজন বাবা; চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি। তিনি অসুস্থ আছেন। এই বাবার জন্য গোটা মন্ডলী প্রার্থনা করেছে। তিনি এখন অনেকটা সুস্থ। তাঁর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। অনুরোধ করি আর্চবিশপ মজেসের সুস্থতার জন্য অবিরাম প্রার্থনা চালিয়ে যাওয়ার জন্য যেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেন।

উপদেশে কার্ডিনাল মহোদয় উল্লেখ করেন, বর্তমান দুর্যোগপূর্ণ অবস্থায় তাঁর এক মাত্র উপলব্ধি, ঈশ্বরে বিশ্বাস ছাড়া, ঈশ্বরের ওপর ভরসা ছাড়া, তাঁর কাছে অবিরত প্রার্থনা ছাড়া আর গতান্তর নেই। কার্ডিনাল বলেন, ‘প্রার্থনা সব কিছু করতে পারে। বিশেষ করে সাহসের সাথে বিশ্বাস ভরে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং ব্যক্তিগতভাবে, সামকষ্টিগতভাবে নিষ্ঠাবান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’