ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনায় আক্রান্ত ধরেন্ডা ক্রেডিটের সেক্রেটারির আরোগ্য লাভের প্রার্থনার অনুরোধ

করোনায় আক্রান্ত ধরেন্ডা ক্রেডিটের সেক্রেটারির আরোগ্য লাভের প্রার্থনার অনুরোধ

0
1261

ডিসিনিউজ || ঢাকা

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন সাভারের ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর তিনবারের মতো দায়িত্ব পালন করা সেক্রেটারি নয়ন জি. রোজারিও। তাঁর পরিবারের সদস্যরা ডিসিনিউজকে জানান, নয়নকে দুইবার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। এর আগে ৬ জুন তাঁর করোনায় আক্রান্ত হওয়ার টেস্ট পজেটিভ আসে। ৮ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বেশি ভালো না। অক্সিজেন কমে যায়। তাঁর পরিবারের সদস্যরা তাঁর আরোগ্য লাভের জন্য প্রার্থনার অনুরোধ করেছেন।

ধরেন্ডার সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজের সিনিয়ার ইংরেজি শিক্ষক নয়ন জি রোজারিও শিক্ষকতার পাশাপাশি সমাজ সেবার অংশ হিসেবে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে দক্ষতার সাথে সেক্রেটারি হিসেবে সেবা দিয়ে আসছিলেন।

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ ডিসি নিউজকে আজ বলেন, ‘আমরা সমিতির পক্ষে আমাদের সেক্রেটারি নয়ন জি রোজারিওর পাশে রয়েছি। সার্বিকভাবে তাকে সহযোগিতা করা হচ্ছে।’

তিনি জানান, এ ছাড়া ধরেন্ডা সমিতির কেউ আক্রান্ত হলে, তিনি ঋণ খেলাপি হলেও তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য স্বল্প সুদে ঋণ দেওয়া হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে সাভারের কমলাপুরের খ্রিষ্টভক্ত রনি গমেজ নামে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই এলাকায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।